IQNA

কোয়েটা কুরআনিক ক্যালিগ্রাফি প্রদর্শনী অনুষ্ঠিত + ছবি

23:31 - November 28, 2015
সংবাদ: 3457980
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের অবস্থিত ইরানী কালচারাল সেন্টারের পক্ষ থেকে কোয়েটায় কুরআনিক ক্যালিগ্রাফি প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: পাকিস্তানের অবস্থিত ইরানী কালচারাল সেন্টারের পক্ষ থেকে কোয়েটায় ২৬শে নভেম্বর কুরআনিক ক্যালিগ্রাফি প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।
কুরআনিক ক্যালিগ্রাফি প্রদর্শনে পাকিস্তানের লাহোরের শওকাত আলী মিনহার, মুলতানের মুহাম্মাদ রাশেদ সিয়াল এবং কোয়েটার সৈয়দ মোহাম্মদ মোহাম্মদী সহ অন্যান্য ক্যালিগ্রাফিকের হাতের নিপুণ কর্ম দর্শনার্থীদের জন্য উপস্থাপন করা হয়েছে।
কোয়েটায় অবস্থিত ইরানের সাংস্কৃতিক কেন্দ্র কর্মকর্তা সাইয়্যেদ আবুল ফাজল হোসেইনী, বেলুচিস্তান প্রদেশের সিকাফাত প্রদর্শনীর ব্যুরোর প্রধান খোদায়ী রাহিম এবং সিকাফাতের পর্যবেক্ষক মকসুদ আলী লাশারী সহ আগ্রহী ব্যক্তি উক্ত প্রদর্শনী পরিদর্শন করেছেন।
3457533

captcha