IQNA

ইমাম জাফর সাদিকের (আঃ) অন্তর্গত পবিত্র কুরআনের বিরল পাণ্ডুলিপি আবিষ্কার

23:27 - November 29, 2015
সংবাদ: 3458404
আন্তর্জাতিক বিভাগ: সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বাডলিন লাইব্রেরীতে ইমাম জাফর সাদিকের(আ.) অন্তর্গত পবিত্র কুরআনের একটি বিরল পাণ্ডুলিপি আবিষ্কার হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: "কিট ইসমাল" নামের বাডলিন লাইব্রেরীর কর্মকর্তা আমেরিকার আটলান্টা শহরে ২০১৫ সালের আন্তর্জাতিক কুরআন অধ্যয়ন সোসাইটির একটি সভায় এই কুরআন সম্পর্কে ব্যাখ্যা দেন।
ইসমাল আটলান্টা শহরের আন্তর্জাতিক কুরআন গবেষণা এসোসিয়েশন এর সদস্য ও বাডলিন লাইব্রেরীর হস্ত লিখিত কুরআনের পাণ্ডুলিপির উপদেষ্টা।
তিনি বলেন: পবিত্র কুরআনের এই বিরল পাণ্ডুলিপিটি হটাত করে একটি বইয়ের পিছনে সংযুক্ত অবস্থায় পাওয়া যায়।
তার সহকর্মী "আলআসডার ওয়াটসন" বলেন: যখন ১৭ শতকের ফার্সি ক্যালিগ্রাফি সম্পর্কে গাইড বইয়ের এই সংস্করণটি সংযুক্ত অবস্থায় পাওয়া যায়।
তিনি বলেন: ওয়াটসন এই সংস্করণটি প্রকাশ করার জন্য আমাকে অনুমতি দিয়েছেন।
গবেষণায় দেখা গেছে যে বইয়ের সাথে এই পাণ্ডুলিপিটি সংযুক্ত ছিল তার থেকে ৮০০ বছর পূর্বের এই পবিত্র কোরআনটি।
এই পাণ্ডুলিপিটি স্বর্ণবর্ণের এবং শিয়াদের ৬ষ্ট ইমাম হযরত জাফর সাদিকের(আ.) সাথে সংশ্লিষ্ট।
3457842

captcha