IQNA

চেহলুমের যায়েরদের যাত্রাপথে কুরআনিক স্টেশন + ছবি

21:26 - November 30, 2015
সংবাদ: 3458802
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের পবিত্র নগরী নাজাফে অবস্থিত ইমাম আলী (আ.)এর পবিত্র মাযারের পক্ষ থেকে কুরআনের সংস্কৃতি প্রচারের লক্ষ্যে ইমাম হুসাইন (আ.)এর যায়েরদের জন্য ৩০টি কুরআনিক স্টেশন স্থাপন করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: নাজাফ থেকে কারবালায় যাত্রাপথে এসকল কুরআনিক স্টেশন স্থাপন করা হয়েছে। কুরআনিক স্টেশন স্থাপন করার প্রধান উদ্দেশ্য হচ্ছে, ইমাম হুসাইন (আ.)এর চেহলুম উপলক্ষে যে সকল যায়ের কারবালায় যাচ্ছে তাদের শুদ্ধ ভাবে কুরআন তেলাওয়াত প্রশিক্ষণ দেওয়া।
যে সকল যায়েরগণ এসকল কুরআনিক স্টেশনে যোগাযোগ করছেন, তাদেরকে পবিত্র কুরআনের অন্যান্য সূরার সাথে শুদ্ধ ভাবে সূরা ফাতিহা তেলাওয়াত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
এই পরিকল্পনার তত্ত্বাবধায়ক আমির আব্দুল রাজ্জাক আল কা’বা এ সম্পর্কে বলেন: ইমাম হুসাইন (আ.)এর চেহলুম উপলক্ষে উক্ত পরিকল্পনা দীর্ঘ চার বছর যাবত অনুষ্ঠিত হয়ে আসছে। এ পরিকল্পনার মাধ্যমে লক্ষাধিক যায়েরদেরকে পবিত্র কুরআন বিভিন্ন সূরা বিশেষ করে সূরা ফাতিহা শুদ্ধ ভাবে তেলাওয়াত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
তিনি গুরুত্বারোপ করে বলেন: চলতি বছরে এ প্রকল্পকে বিস্তার করা হয়েছে এবং নাজাফ, বসরা, জিকার, মায়সান, দিওয়ানিয়া, আল মুছনা এবং ওয়াসিত শহরে মোট ৩০টি কুরআনিক স্টেশন স্থাপন করা হয়েছে।
3457897

captcha