IQNA

ফ্রাঙ্কফুর্ট ইসলামিক সেন্টারে আরবাইনের শোকানুষ্ঠান

22:09 - November 30, 2015
সংবাদ: 3458804
আন্তর্জাতিক ডেস্ক: হুসাইন (আ.)এর চেহলুম উপলক্ষে ফ্রাঙ্কফুর্ট ইসলামিক সেন্টারে বিশেষ শোক মজলিশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বার্তা সংস্থা ইকনা: ফ্রাঙ্কফুর্ট ইসলামিক সেন্টারে ১ম ও ২য় ডিসেম্বরে উক্ত শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে।
হুসাইন (আ.)এর চেহলুম উপলক্ষে শোকানুষ্ঠান মাগরিব ও এশার নামাজের পর স্থানীয় সময় ১৯টায় শুরু হবে। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে এবং পরবর্তীতে জিয়ারতে আরবাইন, আহলে বাইত (আ.)এর মুসিবতের স্মরণে বক্তৃতা ও মর্সিয়া পাঠ করা হবে। এছাড়াও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
3457661

captcha