বার্তা সংস্থা ইকনা: ইমাম আলী (আ.)এর মাযারের তত্ত্বাবধায়ক সাইয়্যেদ নিজার হাশেম হাবলুল মাতিন উক্ত পতাকাটি আমেরিকার ‘ইলিনয়’ প্রদেশের ইসলামিক সেন্টারের প্রধানের হাতে হস্তান্তর করেন।
পতাকা অনুদান অনুষ্ঠানে ইলিনয় বসবাসকারী ব্যবসায়ী আল হাজ সাজ্জাদ তাকাভী এবং ইমাম আলী (আ.)এর মাযারের ফরেন রিলেশনস শাখার কর্মকর্তা শেখ ছায়ের বাগদাদী উপস্থিত ছিলেন।
3458519