IQNA

ইমাম আলী (আ.)এর মাযারের পবিত্র পতাকা আমেরিকার ‘ইলিনয়’ প্রদেশের ইসলামিক সেন্টারে অনুদান

23:21 - December 01, 2015
সংবাদ: 3459308
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের পবিত্র নগরী নাজাফে অবস্থিত ইমাম আলী (আ.)এর মাযারের পতাকা আমেরিকার ‘ইলিনয়’ প্রদেশের ইসলামিক সেন্টারে অনুদান করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ইমাম আলী (আ.)এর মাযারের তত্ত্বাবধায়ক সাইয়্যেদ নিজার হাশেম হাবলুল মাতিন উক্ত পতাকাটি আমেরিকার ‘ইলিনয়’ প্রদেশের ইসলামিক সেন্টারের প্রধানের হাতে হস্তান্তর করেন।
পতাকা অনুদান অনুষ্ঠানে ইলিনয় বসবাসকারী ব্যবসায়ী আল হাজ সাজ্জাদ তাকাভী এবং ইমাম আলী (আ.)এর মাযারের ফরেন রিলেশনস শাখার কর্মকর্তা শেখ ছায়ের বাগদাদী উপস্থিত ছিলেন।
3458519

captcha