IQNA

ইমাম হুসাইন (আ.)এর চেহলুমের ছবি ও ভিডিও’র আলোকে বিশেষ প্রতিযোগিতা

23:47 - December 01, 2015
সংবাদ: 3459313
আন্তর্জাতিক ডেস্ক: আল-আলম নিউজ চ্যানেলের পক্ষ থেকে ২০১৫ সালে ইমাম হুসাইন (আ.)এর চেহলুমের বিভিন্ন ছবি ও ভিডিও’র আলোকে বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ২০১৫ সালে আরবাইনের পদযাত্রা বিভিন্ন ছবি ও ভিডিও স্মরণীয় করার লক্ষে আল-আলম নিউজ চ্যানেল এ পদক্ষেপ গ্রহণ করেছে।
ইমাম হুসাইন (আ.)এর আরবাইন তথা চেহলুমের বিভিন্ন ছবি ও শর্ট ফিল্মের আলোকে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। যাদের ছবি সবচেয়ে আকর্ষণীয় হতে তাদেরকে মূল্যবান পুরস্কারে ভূষিত করা হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করার শর্তসমূহ:
১। স্বয়ং নিজের তোলা ছবি ও ভিডিও প্রেরণ করতে হবে এবং প্রেরণকৃত ছবি অথবা ভিডিও অন্য কোন প্রতিযোগিতায় প্রেরণ করতে পারবে না।
২। অংশগ্রহণকারীর নাম, স্থান, পোষ্ট কোড এবং যোগাযোগ নম্বর প্রেরণ করতে হবে।
৩। প্রত্যেক অংশগ্রহণকারী দু’টি বিভাগ তথা ছবি ও ভিডিও বিভাগে অংশগ্রহণ করতে পারবেন এবং সর্বোচ্চ দু’টি করে ছবি অথবা ভিডিও প্রেরণ করতে পারবে।
আগ্রহী ব্যক্তিমণ্ডলী নিচের ঠিকানায় নিজেদের তোলা ছবি অথবা ভিডিও প্রেরণ করতে পারেন:
টেলিগ্রামে: alalam_admin
ই-মেইলে: social@alalam.ir 
3458604

captcha