বার্তা সংস্থা ইকনা: ক্যাথলিক বিশ্বের নেতা পোপ ফ্রান্সিস তার সফরকালে ৩০শে নভেম্বর মধ্য আফ্রিকার রাজধানী বাংগি’র একটি মসজিদ পরিদর্শন করেছেন।
মসজিদ পরিদর্শনের শেষে তিনি ‘PK5’ নামক অঞ্চলের মুসলিম নেতা ও নাগরিকদের সাথে সাক্ষাত করবেন। সম্প্রতি এই এলাকায় সাম্প্রদায়িকতার সংঘর্ষ, সহিংসতা ও উত্তেজনাকর পরিবেশ বিরাজ করছে।
পোপ ফ্রান্সিস ২৯শে নভেম্বর মধ্য আফ্রিকায় গৃহযুদ্ধ ও জাতিগত সহিংসতার ফলে যারা নিজেদের বসতবাড়ি হারিয়েছে তাদের আশ্রয়স্থলে এক সাক্ষাতকারে বলেন: আমরা একে অপরের ভাই। আমি আপনাদেরকে সকল প্রকার সহিংসতাকে ভুলে ঐক্যের প্রতি আহ্বান জানাচ্ছি।
দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্রে দীর্ঘ দিন যাবত মুসলমান ও খ্রিস্টানদের মধ্যে উত্তেজনাকর পরিবেশ বিরাজ করছে। ক্যাথলিক বিশ্বের নেতা পোপ ফ্রান্সিস এই দেশের জনগণের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষে যুদ্ধরত অবস্থায় সফর করেছেন।
আফ্রিকার এই দেশে যুদ্ধ এবং সহিংসতার কারণে বহু নিরীহ মানুষ নিহত হয়েছে এবং বাস্তুহারা হয়েছে লক্ষাধিক।