IQNA

নৃশংস পদ্ধতিতে আনসারুল্লাহর ২৫ সদস্যকে হত্যা করল দায়েশ + ছবি

22:57 - December 05, 2015
সংবাদ: 3460116
আন্তর্জাতিক ডেস্ক: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ অতি নৃশংসভাবে বিভিন্ন পন্থায় ইয়েমেনের আনসারুল্লাহ সংগঠনের ২৫ সদস্যকে হত্যা করার ভিডিও প্রকাশ করেছে।

বার্তা সংস্থা ইকনা: দায়েশের নৃশংস হত্যাকাণ্ডের ভিডিওটি গতকাল (৪র্থ ডিসেম্বর) সামাজিক নেটওয়ার্কে প্রকাশ পেয়েছে। এ ভিডিওতে দেখা যায় ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এডেন শহরে আনসারুল্লাহ সংগঠনের ২৫ সদস্যকে নৃশংসভাবে হত্যা করছে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সদস্যরা।
ভিডিওর এক অংশে দেখা যায় এক মরুভূমিতে আনসারুল্লাহ সংগঠনের ৯ জন সদস্য হাটুগেরে বসে রয়েছে এবং দায়েশের মুখোশধারী সন্ত্রাসীরা তাদের শিরশ্ছেদ করছে।
ফুটেজের আরেকটি অংশে দেখা যায় দায়েশের সন্ত্রাসীরা ৫ জন ইয়েমেনিকে ধরে পাহাড়ের কাছে নিয়ে তাদেরকে কাটিউশা ক্ষেপণাস্ত্র দিয়ে হত্যা করে।
সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ভিডিওর অপর অংশে দেখায় একটি নৌকার মধ্যে ৬ জনকে নৃশংসভাবে হত্যা করছে।
সর্বশেষ দৃশ্যে কমলা রঙ্গের পোশাকে ৪ জনকে দারিয়ে থাকতে দেখা যায় এবং সন্ত্রাসীরা তাদের গলায় মর্টার শেল বেধে ঝুলিয়ে রেখেছে এবং কিছুক্ষণ পর তা একসাথে বিস্ফোরণ ঘটে। পরবর্তীতে তাদের পোড় মৃতদেহর দৃশ্য দেখায়।
এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানোর সময় সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সদস্যরা মুখোস পরা ছিল।
আনসারুল্লাহ সংগঠনের সৈন্যবাহিনীদের দমন এবং ইয়েমেনের বিদায়ী প্রেসিডেন্ট আবদ রাব্বু মনসুর হাদিকে ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য মার্চ মাসের শুরু থেকে সৌদি আরব আকাশ পথে সৌদি আরবের বিভিন্ন শহরে ও গ্রামে হামলা চালাচ্ছে।
এদিকে ইয়েমেনে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হওয়ার ফলে সেদেশে দায়েশ প্রবেশ করেছে।
একদিক থেকে ইয়েমেনের সামরিক বাহিনীর সাথে এক হয়ে আনসারুল্লাহর সদস্যরা সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের প্রতিরোধ করছে এবং অপরদিক থেকে সৌদি আরবের সৈন্যবাহিনীর সাথে যুদ্ধ করছে।
3459802

captcha