IQNA

আফগানিস্তানে ‘আশুরার পর হযরত জয়নাবের (সা. আ.) ভূমিকা’ শীর্ষক সেমিনার

23:50 - December 06, 2015
সংবাদ: 3460520
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে ‘এফতা’ নামক সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে ‘আশুরার পর হযরত জয়নাবের (সা. আ.) ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: ‘আশুরার পর হযরত জয়নাবের (সা. আ.) ভূমিকা’ শীর্ষক সেমিনার শিক্ষার্থী ও অধ্যাপকমণ্ডলীর উপস্থিতিতে সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র ‘এফতা’র সদরদপ্তরে ৪র্থ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সেমিনারে আশুরার বিপ্লবে হযরত জয়নাবের (সা. আ.) ভূমিকার আলোকে বক্তাগণ বলেন: ইসলামী ইতিহাসে অনেক মুমিন নারী রয়েছে। যারা ইতিহাসের গতিপথ রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সংবেদনশীল স্থানে সক্রিয় ভূমিকা পালন করেছেন। হযরত জয়নাব (সা. আ.) কারবালার বিপ্লবে অতি ঈমানী ও সাহসাকিতার ভূমিকা পালন করেছেন এবং তারই কারণে কারবালার বার্তা পৃথিবীর সকল স্থানে প্রচার হয়েছে।
3460034
 

captcha