IQNA

ফ্রাঙ্কফুর্টে হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র ওফাত বার্ষিকী পালিত হবে

23:01 - December 07, 2015
সংবাদ: 3460931
আন্তর্জাতিক ডেস্ক: মহানবী হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র ওফাত বার্ষিকী এবং তাঁর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হাসান (আ.) ও ইমাম রেজা (আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফ্রাঙ্কফুর্ট ইসলামিক সেন্টারে শোক মজলিশের আয়োজন করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: মহানবী হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র ওফাত বার্ষিকী এবং তাঁর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হাসান (আ.) ও ইমাম রেজা (আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৯ থেকে ১১ই ডিসেম্বর পর্যন্ত আহলে বাইয় (আ.)এর ভক্তদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।
উক্ত শোকানুষ্ঠান মাগরিব ও এশার নামাজের পর স্থানীয় সময় ১৯টায় শুরু হবে। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শোকানুষ্ঠানে সূচনা হবে এবং পরবর্তীতে জিয়ারতনামা পাঠ করা হবে। এছাড়াও জার্মানি ভাষায় বক্তৃতা পেশ করবেন শেখ মাহদী রাইনিশ এবং ফার্সি ভাষায় বক্তৃতা পেশ করবেন হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মুহাম্মাদ হাসান মুখাব্বের। এছাড়াও মর্সিয়া ও নৈশ ভোজনের মাধ্যমে অনুষ্ঠান পরিচালিত হবে।
3460055

captcha