বার্তা সংস্থা ইকনা: আহলে বাইয় (আ.)এর ভক্তদের উপস্থিতিতে উপস্থিতিতে উক্ত শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে। ইসলামী ও আহলে বাইত (আ.) সাংস্কৃতিক ফাউন্ডেশনে ১১ই ডিসেম্বর স্থানী সময় ১৯টায় শুরু হবে।
কুরআন তেলাওয়াত, হাদিসে কিসা পাঠ, ইংরেজি ভাষায় বক্তৃতা ও মর্সিয়া পরিবেশন সহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
ইমাম আলী (আ.)এর বড় সন্তান ইমাম হাসান (আ.) তৃতীয় হিজরির ১৫ই রমজানে মদিনায় জন্মগ্রহণ করেন। ৩৭ বছর বয়সে ইমাম আলী (আ.)এর উত্তরাধিকার এবং খেলাফতের জন্য জনগণ তাঁর সাথে বাইয়াত করে। ইমাম হাসান (আ.) ছয় মাস তিন দিন খেলাফতে ছিলেন। মুয়াবিয়ার সাথে সন্ধিচুক্তি হওয়ার পর ৪১ হিজরিতে তিনি মদিনায় ফিরে যান এবং ১০ বছর মদিনায়, ইসলাম ও জনগণের সেবা করেন। হাসান (আ.)কে হত্যা করার জন্য মুয়াবিয়া চেষ্টা করে এবং বিভিন্ন আলোচনা ও পর্যালোচনার পর এ চক্রান্ত বাস্তবায়নের লক্ষ্যে ইমাম (আ.)এর স্ত্রী জো'দা বিনতে আশয়াসকেই তারা বেছে নেয়। আর তাই গোপনে জো'দার নিকট এক লক্ষ দিরহাম পাঠিয়ে তাকে এ প্রলোভন দেখানো হয় যে, যদি তুমি হাসানকে হত্যা করতে পারো তবে তোমাকে ইয়াজিদের সাথে বিয়ে দেওয়া হবে। আর জো'দাও মুয়াবিয়ার চক্রান্তে সাড়া দিয়ে ইমামের খাওয়ার পানিতে বিষ মিশিয়ে দেয় এবং ইমাম হাসান (আ.) ঐ বিষে আক্রান্ত হয়েই শাহাদাত বরণ করেন এবং তাকে মদিনার জান্নাতুল বাকী কবরস্থানে দাফন করা হয়।
3460621