বার্তা সংস্থা ইকনা: মিশরের খ্যাতনামা ক্বারী আহমাদ আহমাদ নায়ইনায়, ইরানের আন্তর্জাতিক মানসম্পন্ন ক্বারী সাইয়্যেদ মোহাম্মাদ জাওয়াদ হুসাইনী এবং ইরাকের বিশিষ্ট ক্বারী শেখ মেইছাম আত তাম্মারের উপস্থিতিতে তৃতীয় বার্ষিকী কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে।
উক্ত কুরআন মাহফিল ‘জি কার’ প্রদেশের কুরআনিক পরিষদের সহযোগিতায় এবং ‘আল নুখবা’ নামক মিডিয়া ও সাংস্কৃতিক ইনস্টিটিউটের উদ্যোগে অনুষ্ঠিত হবে।
তৃতীয়তম আন্তর্জাতিক কুরআন মাহফিল, ‘হাবিবুল্লাহ’ নামক ষষ্ঠতম সংস্কৃতি আন্তর্জাতিক উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হবে।
উক্ত উৎসব ৬ষ্ঠ ডিসেম্বর শুরু হয়েছে এবং ১২ই ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।
3460555