IQNA

নাইজেরিয়ায় মুসলমানদেরকে নির্মম ভাবে হত্যার নিন্দা জানিয়েছে কুরআনিক কর্মীগণ + ছবি

13:29 - December 15, 2015
সংবাদ: 3463479
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি নাইজেরিয়ায় মুসলমানদের বিরুদ্ধে সামরিক বাহিনীর হামলা এবং গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছেন ইন্সটাগ্রাম ব্যবহারকারী কুরআনিক কর্মীগণ।

বার্তা সংস্থা ইকনা: নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কানু প্রদেশের যারিয়া শহরে থেকে প্রখ্যাত শিয়া আলেম ইব্রাহিম জাকজাকির বাড়ীতে হামলা চালিয়ে তাকে গ্রেফতার করেছে দেশটির সামরিক বাহিনী। গ্রেফতার করার পর তাকে নির্মম ভাবে আহত করে সেদেশের সৈন্যরা।
ইন্সটাগ্রাম ব্যবহারকারী কুরআনিক কর্মী সাইয়াহ গারজী নাইজেরিয়ায় সামরিক বাহিনী কর্তৃক শিয়া মুসলমানদেরকে গন হত্যার কিছু ছবি প্রকাশ করেছেন এবং এ গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছেন।
3463385

captcha