বার্তা সংস্থা ইকনা: বাহরাইনের শিয়া মসজিদ ‘আল আবদুস সালেহ’ মসজিদে ১৬ই ডিসেম্বর এশার নামাজের সময় মুসল্লিদের ওপর এক জন অজ্ঞাত সন্ত্রাসী গুলি করে পালিয়ে যায়।
প্রতিবেদন অনুযায়ী, মুসল্লিরা যখন এশার নামাজ আদায় করছিল তখন এক জন অজ্ঞাত সন্ত্রাসী মসজিদের দেওয়াল ও জানালায় গুলি করে পালিয়ে যায়।
এ ঘটনার ফলে কেউ হতাহত হয়নি। তবে মসজিদের দেওয়াল ও জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাহরাইনের জাফর নামক দাতব্য প্রতিষ্ঠানের প্রধান ‘মোহসেন আল আসফুর’ এ ব্যাপারে বলেন: দাতব্য প্রতিষ্ঠানের নিকট হামলার খবর এসেছে। এ হামলা ‘আল হুমলাহ’ নামক অঞ্চলে ঘটেছে।
তিনি আরও বলেন: জাফর দাতব্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ হামলার বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ঘনটাস্থালে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আল আসফুর সর্বশেষে বলেন: দুই মাসের মধ্যে সন্ত্রাসীরা আল হুমলাহ অঞ্চলে দুটি মসজিদে হামলা চালিয়েছে।