বার্তা সংস্থা ইকনা : পাক্ষিক ফজরের ১৯ তম বর্ষের ৭ম সংখ্যা গত মঙ্গলবার প্রকাশিত হয়েছে।
ফজরের এবারের সংখ্যায় স্থান পাওয়া লেখাগুলোর মধ্যে রয়েছে ; ইসলামি ঐক্য সপ্তাহ, বিশ্বনবী (স.) সমগ্র মানবজাতির জন্য সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী : সূরা আ’রাফ, সালাম জানাই হে রাসূল (সা.) তোমাকে (সম্পাদকীয়), ১৭ই রবিউল আওয়াল ইমাম জাফর সাদিক (আ.) এর জন্মদিবস, নবী ও রাসূলের প্রয়োজনীয়তা, বিজয় দিবস ও সম্প্রতিক ভাবনা।
এছাড়া, ইমাম রেজা (আ.)’র শোকাবহ শাহাদত, শাশ্বত কোরআনের কাহিনী; মোতার যুদ্ধ, দুর্দশাগ্রস্ত মুসলিম বিশ্ব : অধঃপতনের নেপথ্য কারণ (পূর্ব প্রকাশের পর), ইমাম হাসান আসকারী (আ.) এর শাহাদত, ধৈর্য ও তাকওয়ার মাধ্যমে শত্রুদের চক্রান্ত নস্যাত করা সম্ভব ও ধর্ম বিশ্বাস প্রশান্তির প্রধান উৎস ইত্যাদি লেখা ফজরের নতুন সংখ্যায় স্থান পেয়েছে।#