বার্তা সংস্থা ইকনা: মিশরের আওকাফ মন্ত্রণালয় ইংরেজি, ফরাসি, জার্মান, স্প্যানিশ, রাশিয়ান, চীনা, সোয়াহিলি, ইন্দোনেশীয় কোরিয়ান এবং ইংরেজি এই ১০ টি ভাষায় পবিত্র কুরআন অনুবাদের পদক্ষেপ গ্রহণ করেছে।
এই মন্ত্রণালয় জানিয়েছে ইতিমধ্যে ফরাসি ও চীনা ভাষায় কুরআনের অনুবাদ প্রকাশিত হয়েছে এবং বাকি ভাষায় অনুবাদের কাজ চলছে এবং খুব শীঘ্রই সেগুলো প্রকাশিত হবে।
বিবৃতিতে বলা হয়েছে, মিশরের আওকাফ এবং ইসলামিক বিষয়ক মন্ত্রণালয় অনুবাদ প্রস্তুত করার পরে তা ইলেকট্রনিক ডাটাবেসে প্রকাশ করবে।
মিশরীয় আওকাফ ও ইসলামী মন্ত্রণালয়ের লক্ষ্য হচ্ছে সঠিক ইসলামের প্রচার এবং ধর্মীয় ও জাতীয় কর্তব্য সঠিকভাবে পালন করা। এই অনুবাদের ফলে অনারবরা পবিত্র কোরআনের শিক্ষা থেকে উপকৃত হতে পারবে।
বলাবাহুল্য, ইতিমধ্যে ফরাসি ও চীনা ভাষায় কুরআনের অনুবাদ প্রকাশিত হয়েছে এবং মিশরের আওকাফ মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইট এবং ফেসবুকে প্রকাশিত হয়েছে।
3467189