IQNA

তেহরানে ইসলামী ঐক্য সপ্তাহের আন্তর্জাতিক সেমিনারে ৭০টি দেশের ৩০১ জন অতিথি উপস্থিত থাকবেন

21:28 - December 22, 2015
সংবাদ: 3468418
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের মুসলিম মাযহাবসমূহের মাঝে ঐক্য আনয়নকারী আন্তর্জাতিক সংস্থার প্রধান হযরত আয়াতুল্লাহ আরাকী বলেছেন: হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে ইসলামী ঐক্য সপ্তাহের আন্তর্জাতিক সেমিনারে ৭০টি দেশের ৩০১ জন অতিথি উপস্থিত থাকবেন।

বার্তা সংস্থা ইকনা: মহানবী হযরত মুহাম্মাদের (সা.) মহিমান্বিত জন্ম দিবসকে কেন্দ্র করে আগামী বছর জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে শিয়া ও সুন্নি মনীষীদের অংশগ্রহণে তেহরানে আন্তর্জাতিক ঐক্য সেমিনার অনুষ্ঠিত হবে।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের মুসলিম মাযহাবসমূহের মাঝে ঐক্য আনয়নকারী আন্তর্জাতিক সংস্থার প্রধান হযরত আয়াতুল্লাহ আরাকী আজ ২২শে ডিসেম্বর এক সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেছেন যে, এ সংস্থার উদ্যোগে মহানবী হযরত মুহাম্মাদের (সা.) মহিমান্বিত জন্ম দিবসকে কেন্দ্র করে ইসলামী ঐক্য সপ্তাহ উদযাপন করবে। এ উপলক্ষে ২৭শে ডিসেম্বর মোতাবেক পবিত্র রবিউল আওয়াল মাসের ১৫ তারিখ থেকে দু'দিন ব্যাপী তেহরানে আন্তর্জাতিক ঐক্য সেমিনার অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন ইরানের প্রেসিডেন্ট ডা: হাসান রুহানি।
এ সেমিনারে মুসলিম দেশগুলোর পাঁচ শতাধিক ইসলামী চিন্তাবিদ ও গবেষকবৃন্দ অংশ গ্রহণ করবেন। এ সব মনীষী ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও এশিয়া মহাদেশ থেকে সফর করবেন বলে আয়োজক কমিটি জানিয়েছে।
উল্লেখ্য ইরানে ইসলামী বিপ্লব প্রতিষ্ঠার পর ইমাম খোমেনী (রহ.)১৯৭৮ সনে শিয়া ও সুন্নি মাযহাবের অনুসারীদের মাঝে ঐক্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে ১২ থেকে ১৭ রবিউল আওয়ালকে ইসলামী ঐক্য সপ্তাহ ঘোষণা করেন। তখন থেকে মুসলিম উম্মাহর মাঝে ঐক্য ও সম্প্রীতি গড়ে তোলার উদ্দেশ্য ইসলামী প্রজাতন্ত্র ইরান নানামুখী কার্যকর উদ্যোগ গ্রহণ করে আসছে।
হযরত আয়াতুল্লাহ আরাকী আরো বলেছেন, ইসলামী ঐক্য সপ্তাহ উপলক্ষে পশ্চিমা যুবকদের উদ্দেশ্য লিখিত মহামান্য নেতার দ্বিতীয় চিঠির আলোকে বিস্তারিত আলোচনা করা হবে।
3468244

captcha