IQNA

আল্লামা জাকজাকির মায়ের কবর ধ্বংস করল নাইজেরিয়ার সেনাবাহিনী + ছবি

18:41 - December 24, 2015
সংবাদ: 3469029
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার সেনাবাহিনী দেশটির প্রখ্যাত আলেম আল্লামা শেইখ ইব্রাহিম জাকজাকির মায়ের কবর ও বাড়ী ধ্বংস করেছে।

বার্তা সংস্থা ইকনা: সেনাবাহিনী বুলডোজার দিয়ে আল্লামা জাকজাকির মা হাজ্জিয়া হুরী জামুর কবর বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে।
নাইজেরিয়ার সেনাবাহিনীরা সেদেশের শিয়াদের প্রতি অত্যাচার অব্যাহত রেখে প্রখ্যাত আলেম আল্লামা শেইখ ইব্রাহিম জাকজাকির  মায়ের কবর ও বাড়ী ধ্বংস করেছে।
গতকাল (২৩শে ডিসেম্বর) আল্লামা শেইখ ইব্রাহিম জাকজাকির মা মরহুমা হাজ্জিয়া ‘হুরী জামু’র  বাড়ী ও করব ধ্বংস করেছে।
নাইজেরিয়ার সরকারের নির্দেশে দেশটির সেনাবাহিনীরা ইসলামী আন্দোলন এবং আল্লামা শেইখ ইব্রাহিম জাকজাকির অন্তর্গত সকল কিছু ধ্বংস করেছে।

সামরিক বাহিনী আল্লামা শেইখ ইব্রাহিম জাকজাকির  তিন ছেলে কবর ধ্বংস করেছে
নাইজেরিয়ার সামরিক বাহিনী শিয়া মুসলমানদের ওপর হামলা চালিয়ে বাকিয়াতুল্লাহ হোসাইনিয়া, আল্লামা শেখ জাকজাকির বাড়ী, ফৌজিয়া ইসলামিক সেন্টার এবং দারুর রহমত ধ্বংস করেছে। নাইজেরিয়ার ইসলামী আন্দোলনের বেশ কিছু শহিদ ও শেইখ ইব্রাহিম জাকজাকির শহিদ তিন ছেলেকে দারুর রহমতে দাফন করা হয়েছিল। কিন্তু সেদেশের সামরিক বাহিনী এসকল শহিদ সহকারে অনেকের করব ধ্বংস করেছে।
আল্লামা শেইখ ইব্রাহিম জাকজাকির মা মরহুমা হাজ্জিয়া ‘হুরী জামু’র ৯৩ বছর বয়সে গত বছর মুহররম মাসের ৫ তারিখে ইন্তেকাল করেছেন। তার জানাজার নামাজে লক্ষাধিক মুসলমান অংশগ্রহণ করেন।

নাইজেরিয়ার সেনাবাহিনী গত ১৩ ডিসেম্বর ইব্রাহিম জাকজাকির বাসভবনে অভিযান চালায়। এ সময় তাকে রক্ষায় এগিয়ে আসা বহু মানুষকে হত্যা করার পর সেনাবাহিনী তাকে আটক করে। এছাড়া, কয়েকজন সিনিয়র নেতা ও মুখপাত্রকে হত্যা করে সেনাবাহিনী। এই হামলায় জাকজাকি নিজেও আহত হয়েছেন এবং তাকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে সামরিক বাহিনী।
3468977

captcha