IQNA

‘সর্বোচ্চ নেতার চিঠি পাশ্চাত্যে আশার আলো জাগাতে পারে’

14:20 - December 25, 2015
সংবাদ: 3469129
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমা যুবসমাজের উদ্দেশে লেখা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর দ্বিতীয় ঐতিহাসিক চিঠির ব্যাপারে নানা মহলের ইতিবাচক প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে।

বার্তা সংস্থা ইকনা: বিশিষ্ট আফগান চিন্তাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক আবদুশ শাকুর আখলাকি বলেছেন, পাশ্চাত্য যান্ত্রিক প্রযুক্তিতে উন্নত হলেও মানবিকতা, আন্তরিকতা ও আধ্যাত্মিকতার মত বিষয়গুলোতে দুর্বল। আর এ অবস্থায় আধ্যাত্মিক পরিচিতিবিহীন পাশ্চাত্যে আধ্যাত্মিকতা ও আশার আলো জাগাতে পারে ইরানের সর্বোচ্চ নেতার এই চিঠি।

আফগান এই চিন্তাবিদের মতে, ইরানের সর্বোচ্চ নেতার দ্বিতীয় ঐতিহাসিক চিঠি পাশ্চাত্যের শিক্ষিত মহল ও যুব সমাজকে এ বার্তা দিয়েছে যে কেবল প্রযুক্তিগত উন্নতি ও বস্তুগত কল্যাণই মানবতা নয়, বরং প্রকৃত মানুষের জন্য আধ্যাত্মিকতা ও মানবীয় দয়ারও প্রয়োজন রয়েছে।

আবদুশ শাকুর আখলাকি আরও বলেছেন, উন্নয়ন তখনই প্রত্যাশিত হয় যখন তা মানবীয় পরিচিতিকে প্রশ্নের মুখোমুখি করে না। পশ্চিমা শিক্ষিত মহল ও যুবসমাজ এই বার্তাটি গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে এবং এরই আলোকে তারা গঠনমূলক ও বিজ্ঞানসম্মত পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সন্ত্রাসবাদের ব্যাপারে পাশ্চাত্যের দ্বিমুখি আচরণের কথা তুলে ধরে তিনি বলেছেন, আফগানিস্তান বহু বছর ধরে সন্ত্রাসবাদের সঙ্গে লড়াই করছে। আফগানিস্তানে বিদেশি সেনা উপস্থিতির ফলে নিরাপত্তাহীনতা কমেনি বরং বেড়েছে।

ফ্রান্সে গত ১৩ নভেম্বরের সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে গত ২৯ নভেম্বর পশ্চিমা যুবসমাজকে সম্বোধন করে ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী তার দ্বিতীয় ঐতিহাসিক খোলা চিঠি দিয়েছেন। এর আগে ফ্রান্সে ফরাসি ম্যাগাজিন শারলি এবদোর দফতরে হামলার ঘটনার পর ইউরোপ ও আমেরিকার যুবসমাজকে সম্বোধন করে গত বছরের জানুয়ারি মাসেও একটি খোলা চিঠি দিয়েছিলেন তিনি।

সূত্র: রেডিও তেহরান

captcha