IQNA

পাকিস্তানে বিস্ফোরণে ৬ চীনা ইঞ্জিনিয়ারসহ ১০ জন নিহত

14:45 - July 14, 2021
সংবাদ: 3470318
তেহরান (ইকনা): পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় একটি বাসে বিস্ফোরণে ছয় চীনা ইঞ্জিনিয়ারসহ ১০ জন নিহত এবং বেশ কয়েক জন আহত হয়েছেন।

খাইবার পাখতুনখোয়া(কেপি) পুলিশের মহাপরিদর্শক মোয়াজ্জম আনসারি বলেছেন, নিহতদের মধ্যে ছয় চীনা, দুই পাকিস্তানি সেনা এবং অপর দু'জন স্থানীয় বাসিন্দা রয়েছেন।

এদিকে রয়টার্সের খবরে বলা হয়েছে, বিস্ফোরণটি রাস্তার পাশে পেতে রাখা বোমা না বাসটিতে রাখা কোনো বোমার কারণে ঘটেছে তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হয়নি। আহতদের হেলিকপ্টারে করে দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পাকিস্তানের একজন প্রশাসনিক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, ৩০ জনেরও বেশি চীনা প্রকৌশলীকে নিয়ে আপার কোহিস্তানের দাসু জলবিদ্যুৎ প্রকল্প এলাকায় যাচ্ছিল বাসটি। চীনের ‘বেল্ট এন্ড রোড’ উদ্যোগের অধীনে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের (সিপিইসি) অংশ এই দাসু জলবিদ্যুৎ প্রকল্প। বেশ কয়েক বছর ধরেই চীনা প্রকৌশলীরা ও পাকিস্তানি নির্মাণ শ্রমিকরা এই প্রকল্পটিতে কাজ করছেন।

উল্লেখ্য যে, এখনও পর্যন্ত কোন গোষ্ঠী এই হামলার দায়ভার স্বীকার করেনি।

পাকিস্তানে বছরের পর বছর ধরে সন্ত্রাসীরা এধরণে নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে হাজরা সংখ্যালঘুদের বিরুদ্ধে, কিন্তু এখনও পর্যন্ত এ ধরনের হামলা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সংসদীয় কার্যক্রম বিষয়ক উপদেষ্টা বাবর আওয়ান এটাকে কাপুরুষোচিত হামলা আখ্যা দিয়েছেন। এ ধরনের ঘটনা পাকিস্তান ও এর প্রতিবেশীদের নেওয়া বিশেষ উদ্যোগগুলো থেকে নজর অন্যদিকে সরাতে পারবে না বলেও তিনি মন্তব্য করেন।
iqna

captcha