IQNA

হেঁটে ব্রিটিশ নাগরিকের হজযাত্রা শুরু

0:03 - August 13, 2021
সংবাদ: 3470493
তেহরান (ইকনা): হেঁটে হজযাত্রা শুরু করেছেন যুক্তরাজ্যের নাগরিক অ্যাডাম মোহামেদ। তিনি গত ১ আগস্ট সকালে নিজের প্রয়োজনীয় সামগ্রী ঘরে বানানো একটি ট্রলিতে নিয়ে যুক্তরাজ্যের উলভারহ্যাম্পটন শহরের নিজ বাড়ি থেকে তাঁর যাত্রা শুরু হয়।

মোহামেদ ২০২২ সালের হজে অংশ নেওয়ার পরিকল্পনা করেছেন। হজ শুরুর আগেই তিনি মক্কায় পৌঁছতে পারবেন বলে আশা করছেন এই ব্রিটিশ অভিযাত্রী।

নিজের হজযাত্রা বিশ্ববাসীকে জানাতে ইউটিউব, টিকটক ও ফেসবুকে লাইভ পথযাত্রা সম্প্রচার করেন। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘পিস জার্নি ফ্রম দি ইউকে টু মক্কা’ নামে তাঁর ভিডিওগুলো বেশ সাড়া জাগিয়েছে।

অ্যাডাম মোহামেদের ট্রলির ওজন প্রায় আড়াই শ কেজি। আগামী এক বছর এ ট্রলিই তাঁর সহযাত্রী। এটি তিনি নিজের ঘর হিসেবে ব্যবহার করবেন। এখানে তিনি খাবার গ্রহণ করেন। রাতে তিনি এখানেই ঘুমিয়ে থাকেন। পবিত্র মক্কা নগরীতে পৌঁছতে তাঁকে প্রায় চার হাজার ২০০ মাইল পথ অতিক্রম করতে হবে। দীর্ঘ পথ পাড়ি দিতে তাঁকে এক হাজার ৩৩০ ঘণ্টা হাঁটতে হবে। দীর্ঘ পথ পাড়ি দেওয়া তাঁর সহজতর নয়। তদুপরি যাত্রার পুরো সময় তিনি সব মুসলমানের জন্য দোয়া করছেন। মহান আল্লাহর কাছে তিনি পুরো বিশ্বের নিরাপত্তা ও রোগমুক্তি চেয়ে দোয়া করেন। তা ছাড়া সবার কাছে তাঁর নিরাপদ যাত্রার জন্য দোয়া কামনা করেন।

তিনি বলেন, হেঁটে হজযাত্রার মাধ্যমে তিনি নিজের খ্যাতি চান না, বরং বিভিন্ন সংবাদপত্রে ইসলাম ধর্মকে নেতিবাচক হিসেবে যে অপপ্রচার চালানো হয়, তিনি এর প্রতিবাদে একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করতে চান, যেন মানুষ তাঁকে দেখে ইসলাম সম্পর্কে জানতে অনুপ্রাণিত হয়।
সূত্র : গো ফান্ড মি

captcha