IQNA

আবারও আমেরিকায় হিজাব নিয়ে বিতর্ক

21:59 - September 20, 2021
সংবাদ: 3470699
তেহরান (ইকনা): যুক্তরাষ্ট্রে পুলিশ এক মুসলিম নারীর হিজাব জোর করে খুলে ফেলার ঘটনায় মামলা করছেন কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনসের (সিএআইআর) নেতারা।
মিশিগানের ডেট্রয়েটে পুলিশ এক মুসলিম নারীকে সম্প্রতি গ্রেফতারের পর জোর করে তার হিজাব খুলে ফেলেন।  
 
সিএআইআরের আইনজীবী অ্যামি দৌকুরে জানান, মুসলিম নারীর ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার জন্য পুলিশের বিরুদ্ধে মামলা করছি। হেলেনা বোয়ে নামে ওই নারী বাদী হয়ে মামলাটি করবেন বলেও আইনজীবী জানিয়েছেন।
 
তিনি জানান, হেলেনা তার গাড়ি চালিয়ে কর্মস্থলে যাওয়ার পথে লাইসেন্সের মেয়াদ পরীক্ষা করার সময় পুলিশ তার সঙ্গে ওই বর্ণবাদী ও ধর্মবিদ্বেষী আচরণ করে।‘
 
মুসলিম নারীর আইনজীবী অ্যামি দৌকুরে বলেন: এই বর্ণবাদী আচরণের জন্য যদি ঐ মুসলিম নারীকে জরিমানা হিসেবে ২ লাখ ৫০ হাজার ডলার পরিশোধ করা হয় এবং মিশিগান শহরের পুলিশরা যদি কোন মুসলিম নারীকে আটকের পর হিজাব পরে ছবি তোলার অনুমতি দেয় তাহলে আমরা এই অভিযোগ তুলে নেবো। 
 
দৌকুরে উল্লেখ করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ফেডারেল এবং বিশেষ আইন রয়েছে যে, মহিলাদের সরকারী পরিচয়পত্র, ড্রাইভারের লাইসেন্স, পাসপোর্টের ছবি এবং অভিবাসনে হিজাব পরার অনুমতি রয়েছে। অথচ থানায় ছবি তোলার জন্য জোরপূর্বক তার হিজাব খুলে নেওয়া হয়েছে?
 
পুলিশের মতে, মহিলাকেও গ্রেপ্তার করা হয়েছিল কারণ তার গাড়িতে একটি নকল নম্বর প্লেট ছিল; কিন্তু অ্যামি দৌকুরে জোর দিয়ে বলেছেন যে তার লাইসেন্স প্লেটটি ছিল আসল। iqna
 
 
captcha