IQNA

সৌদি ডিজিটাল লাইব্রেরিতে বিনা মূল্যে সেবা মিলবে

5:32 - September 22, 2021
সংবাদ: 3470707
তেহরান (ইকনা): এক সপ্তাহের জন্য বিনা মূল্যে ডাটাবেজ ব্যবহারের সুযোগ দিয়েছে ‘সৌদি ডিজিটাল লাইব্রেরি’। ২৩ সেপ্টেম্বর দেশটির ৯১তম জাতীয় দিবস উপলক্ষে এই ঘোষণা দেওয়া হয়। 
সৌদি ডিজিটাল লাইব্রেরি সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত একটি অনলাইন পাঠাগার। ১৯ সেপ্টেম্বর থেকে ডাটাবেজ ব্যবহার করার সুযোগ পাবে ভিজিটররা। পাঠাগার সেবা গ্রহণকারী সবাইকে ‘সৌদি ডিজিটাল লাইব্রেরি’ পোর্টালটি ব্যবহারের আমন্ত্রণ জানানো হয়েছে।
 
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ডিজিটাল লাইব্রেরি সরকার, বিশ্ববিদ্যালয়গুলো এবং বেসরকারি খাতগুলোর খরচ কমাতে সাহায্য করে। একই সঙ্গে সৌদি নাগরিক ও প্রবাসীদের তথ্যসংগ্রহে সাহায্য করে।
 
শিক্ষার্থী ও সাধারণ শিক্ষাধারার জন্য লাইব্রেরির গুরুত্বপূর্ণ প্রজেক্টগুলোর মধ্যে রয়েছে সাইন্টিফিক থিসিসগুলো, সাইন্টিফিক জার্নালগুলো, গুরুত্বপূর্ণ আরবি বইগুলো ও জ্ঞানের উৎসগুলো। 
 
সর্বশেষ তথ্যানুসারে, লাইব্রেরিটি ১৬৯টি আন্তর্জাতিক ও দেশীয় ডাটাবেজ অন্তর্ভুক্ত করেছে, যাতে আছে সাড়ে চার লাখ বই, ৬০ হাজার সাইন্টেফিক জার্নাল এবং ৯ মিলিয়ন গবেষণাপত্র ও কনফারেন্স পেপারস। এ ছাড়া তাতে রয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৫২ লাখ ২৪ হাজার ৪১০টি থিসিস, ৩০ লাখ ৬১ হাজার ৬৬৯টি বৈজ্ঞানিক রিপোর্ট, সাত মিলিয়ন মাল্টিমিডিয়া ও ১২ মিলিয়ন বৈজ্ঞানিক উপাদান।
 
সূত্র : আরব নিউজ
captcha