IQNA

বিশকেকে আরবাইনের শোকানুষ্ঠান

20:05 - September 29, 2021
সংবাদ: 3470745
তেহরান (ইকনা): মহানবী হযরত মুহাম্মাদ (সা.)এর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (আ.)এর চল্লিশা উপলক্ষে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 
উক্ত শোকানুষ্ঠান ২৭শে সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় বিশকেকের ইমাম আলী (আ.) মসজিদে অনুষ্ঠিত হয়েছে। 
 
ইমাম হুসাইন (আ.)এর আরবাইন উপলক্ষে কিরগিজস্তানে অবস্থিত ইরানী কালচারাল কাউন্সিলর সকলকে শোক ও সমবেদনা জানিয়ে বলেছেন: উক্ত অনুষ্ঠান সোমবার স্থানীয় সময় ১৭:৩০ টায় এশার নামাজের পর শুরু হয়েছে। কারবালায় ইমাম হুসাইন (আ.)এর মুসিবতের আলোকে বক্তৃতা এবং নওহা ও মাতমের পর উপস্থিত সকলের মধ্যে তাবারুক বিতরণ করা হয়। 
 
বিশকেকের ইমাম আলী (আ.) মসজিদটি কিরগিজস্তানের একমাত্র শিয়া মসজিদ যা আজারী শিয়াদের সহায়তায় ইসলামী সংস্কৃতি ও যোগাযোগ সংস্থা এবং আল-মুস্তফা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে প্রায়  ২০ বছর পূর্বে নির্মাণ করা হয়েছে। 
এই মসজিদটি আজারী, ইরানি, পাকিস্তানি ও আফগান শিয়াদের সমাবেশস্থল এবং মধ্য এশিয়ার অন্যতম সক্রিয় শিয়া মসজিদ।  iqna
 

 

captcha