IQNA

আফগানিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণে কয়েক ডজন হতাহত

15:47 - October 08, 2021
সংবাদ: 3470788
তেহরান (ইকনা): আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের একটি শিয়া মসজিদ বিস্ফোরণের ফলে কয়েক ডজন মুসল্লি হতাহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কুন্দুজ প্রদেশের একটি শিয়া মসজিদে ৮ম অক্টোবর শুক্রবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণের ফলে অনেক শহীদ এবং আহত হয়েছেন।
 
কুন্দুজ প্রদেশের খানাবাদ জেলার সৈয়দ আবাদ মসজিদে জুমার নামাজ চলাকালীন সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
 
বিস্ফোরণে হতাহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি, তবে সংবাদ সংস্থাগুলির তথ্য অনুযায়ী, এই বিস্ফোরণের ফলে কমপক্ষে ৬০ জন শহীদ হয়েছেন এবং অপর ১০৭ জন আহত হয়েছেন।
 
এব্যাপারে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ টুইট করেছেন: আজ দুপুরে কুন্দুজ প্রদেশের খানাবাদ জেলার মসজিদে একটি বিস্ফোরণ ঘটেছে, এরফলে আমাদের বেশ কয়েকজন স্বদেশী শহীদ ও আহত হয়েছেন।
 
বুধবার দক্ষিণ-পূর্ব খোস্ত প্রদেশের একটি মাদ্রাসার কাছে বোমা বিস্ফোরণে কমপক্ষে একজন নিহত ও ১৭ জন আহত হয়েছেন।
 
কিছুদিন আগে আফগান শহর জালালাবাদে তালেবান অবস্থানের বিরুদ্ধে তিনটি বিস্ফোরণ ঘটে। ঐ বিস্ফোরণের দায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ স্বীকার করেছে। iqna
 
 
 
 

 

captcha