IQNA

আজারবাইজানে বন্ধ করে দেওয়া হল “ইকনা”র ওয়েবসাইট

10:19 - October 26, 2021
সংবাদ: 3470874
তেহরান (ইকনা): আজারবাইজানে কুরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে দেশটির সরকার।
সম্প্রতি আজারবাইজান প্রজাতন্ত্রে কিছু ধর্মীয় ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে। এসকল ওয়েবসাইটের মধ্যে বার্তা সংস্থা “ইকনা”র নামও রয়েছে। ।
 
বাকুতে অবস্থানরত IQNA-এর শ্রোতাদের মতে, আজেরি ও তুর্কি সহ বিশ্বের ২১টি জীবন্ত ভাষায় ধর্মীয় এবং কুরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা”র কার্যক্রম বন্ধ করে দিয়েছে দেশটির সরকার।
 
অথচ IQNA নিউজ এজেন্সির আজেরি ওয়েবসাইটে শুধুমাত্র ধর্মীয়, কুরআনিক এবং ইসলামী বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ খবর প্রচার করা হত।
 
আন্তর্জাতিক বার্তা সংস্থা ইকনা নিউজ এজেন্সির আজারি শাখা ছিল সবচেয়ে ভিউ সম্মত ধর্মীয় মিডিয়ার আউটলেটগুলির মধ্যে একটি। এই শাখায় ধর্মীয় এবং কুরআন বিষয়ক খবর প্রচার করা হত।
 
উল্লেখ্য যে, আজারবাইজান প্রজাতন্ত্রে যে সাইটগুলি ব্লক করা হয়েছে তার মধ্যে "Dehlerl.Az", "Ahlbayt.Info", "Milliyaz.", "Maeda.az", "Shia.az" "এবং "Islaminesi.arg" রয়েছে। iqna
 
 
 

فیلترشدن خبرگزاری ایکنا در جمهوری آذربایجان

فیلترشدن خبرگزاری ایکنا در جمهوری آذربایجان

captcha