IQNA

হিজবুল্লাহর দাবি

সৌদি আরবকে ক্ষমা চাইতে হবে

15:19 - November 05, 2021
সংবাদ: 3470923
তেহরান (ইকনা): লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, তার দেশকে টার্গেট করে সৌদি আরব সম্প্রতি যে তৎপরতা চালিয়েছে তার জন্য রিয়াদকে ক্ষমা চাইতে হবে।
লেবানন এবং সৌদি আরবের মধ্যে সম্প্রতি যে কূটনৈতিক যুদ্ধ চলেছে শেখ নাঈম কাসেম মূলত তার দিকে ইঙ্গিত দিয়েছেন।
 
গতকাল (বৃহস্পতিবার) লেবাননের আল-মানার টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে শেখ নাঈম কাসেম সৌদি আরবকে অভিযুক্ত করে বলেন, দেশটি লেবাননের বিরুদ্ধে যুদ্ধের পদক্ষেপ নিয়েছে। সৌদি আরবের এই ভুল এবং অনৈতিক পদক্ষেপ যা কোনো মানদণ্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় তার জন্য রিয়াদকে ক্ষমা প্রার্থনা করতে হবে। পার্সটুডে
 
গত মাসের শেষের দিকে লোনন থেকে সৌদি আরব নিজের রাষ্ট্রদূত দেশে ডেকে পাঠায় এবং রিয়াদে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে। এর আগে লেবাননের তথ্যমন্ত্রীর জর্জ কোরদাহি আল-জাজিরা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং তার অন্য মিত্ররা ইয়েমেনের উপরে যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে তা নিতান্তই সামরিক আগ্রাসন। এই আগ্রাসন বন্ধের সময় এসেছে এখন। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী বাইরের আগ্রাসন থেকে নিজেদেরকে রক্ষার লড়াই করছে বলেও তিনি উল্লেখ করেছিলেন।
 
জর্জ কোরদাহির এ বক্তব্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহারাইন এবং কুয়েত লেবাননের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে এবং দেশটির সঙ্গে তারা কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটায়। iqna
captcha