IQNA

আফগানিস্তানে পুনরায় চালু হচ্ছে সৌদি কনস্যুলেট

20:00 - December 01, 2021
সংবাদ: 3471066
তেহরান (ইকনা): সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, আফগানিস্তানে সৌদি দূতাবাসের কনস্যুলার বিভাগ পুনরায় চালু করা হয়েছে।
আফগানিস্তানে সৌদি দূতাবাসের কনস্যুলার বিভাগ আবার চালু হয়েছে।
 
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে: আফগান জনগণকে কনস্যুলার সেবা দেওয়ার লক্ষ্যে কাবুলে সৌদি দূতাবাসের কনস্যুলার বিভাগটি ৩০ নভেম্বর পুনরায় চালু হয়েছে।
 
গত গ্রীষ্মে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে, অভিবাসীদের আগমনের ভয়ে অনেক দেশ আফগানিস্তানে তাদের কনস্যুলার পরিষেবা স্থগিত করেছে।
 
তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর আগস্টে সৌদি আরব তাদের কূটনৈতিক মিশন প্রত্যাহার করে।
 
সম্প্রতি তালেবান ঘোষণা করেছে যে, সংযুক্ত আরব আমিরাত তাদের পতাকা উড্ডয়ন করে কাবুলে তাদের দূতাবাস পুনরায় চালু করেছে।
 
তালেবানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি সম্প্রতি বলেছেন যে, জার্মানি, ইতালি এবং তুরস্কও কাবুলে তাদের দূতাবাস পুনরায় চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। iqna
 
 
captcha