IQNA

সু চির চার বছরের কারাদণ্ড

17:08 - December 06, 2021
সংবাদ: 3471092
তেহরান (ইকনা): মিয়ানমারের ক্ষমতাচ্যুত বেসামরিক সরকারের নেত্রী অং সান সু চিকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে ১১টি অভিযোগ দায়ের করা হয়েছিল। হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, সে দেশের আইনের ৫০৫(বি) ধারায় দুই বছরের কারাদণ্ড এবং প্রাকৃতিক বিপর্যয় আইনে আরো দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। জান্তা সরকারের মুখপাত্র জাও মিন তুন এ তথ্য জানিয়েছেন। 
 
মিয়ানমারের জান্তা সরকারের একজন মুখপাত্র সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, সেনাবাহিনীর বিরুদ্ধে ভিন্নমত উসকে দেওয়া এবং কভিড নিয়ম লঙ্ঘনের জন্য সোমবার মিয়ানমারের একটি আদালত ক্ষমতাচ্যুত বেসামরিক নেতা অং সান সু চিকে চার বছরের জেল দিয়েছে। তিনি আরো জানান, সাবেক প্রেসিডেন্ট উইন মিন্টকেও একই অভিযোগে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে তাদের এখনো কারাগারে নিয়ে যাওয়া হয়নি।
  
রাজধানী নেপিদোতে তারা এখন যেখানে অবস্থান করছেন, সেখান থেকে তারা অন্যান্য অভিযোগের মুখোমুখি হবেন বলেও জানিয়েছেন তিনি। মিয়ানমারের সংক্ষিপ্ত গণতান্ত্রিক বিরতির অবসান ঘটিয়ে চলতি বছরের ১ ফেব্রুয়ারির সকালে সেনা জেনারেলরা সু চির সরকারকে ক্ষমতাচ্যুত করে। তার পর থেকে ৭৬ বছর বয়সী সু চিকে আটকে রাখা আছে।
 
তখন থেকেই মিয়ানমারের জান্তা সরকার সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘন, দুর্নীতি এবং নির্বাচনী জালিয়াতিসহ আরও কয়েকটি অভিযোগে অভিযুক্ত করেছে সু চিকে। সূত্র: হিন্দুস্তান টাইমস।
captcha