IQNA

. জলবায়ু পরিবর্তন রোধে সুখবর ছিল না

16:12 - December 27, 2021
সংবাদ: 3471191
তেহরান (ইকনা): জাতিসংঘ মহাসচিব অন্তেনিও গুতেরাঁ সতর্কতা উচ্চারণ করে বলেছেন জলবায়ু পরিবর্তন রোধে বহু দেশই কার্যকরভাবে বাস্তবায়ন করেনি। ৯ আগস্ট জাতিসংঘের উদ্যোগে এ বিষয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয়।

এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে গুতেরাঁ বলেন, মানব সৃষ্ট কারণে জলবায়ু পরিবর্তন নাজুক পর্যায়ে পৌঁছে গেছে। সভ্যতাকে বাঁচাতে হলে কার্বন নির্গমনের রাশ টেনে ধরার কোনো বিকল্প  নেই।

 

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশ বিপর্যয় কোন পর্যায়ে পৌঁছেছে তা বোঝার জন্য ৪ হাজার পৃষ্ঠার এই রিপোর্ট পুরোটা পড়ার কারো দরকার হবে না। ২০২১ সালে চরম ভাবাপন্ন আবহাওয়ার খবরগুলো মাঝে মধ্যে সংবাদ শিরোনাম হয়। আমেরিকা দক্ষিণ-পশ্চিম অংশে তীব্র খরা, বেলজিয়াম ও জার্মানিতে বন্যা ও গ্রিসে ব্যাপক দাবানল যার কয়েকটি উদাহরণ মাত্র।

 

এছাড়া এ বছর নেপাল ও ভারতেও মৌসুমি বৃষ্টিপাতের ফলে বিস্তৃত এলাকা জুড়ে বন্যা হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ১৫ নভেম্বর ৫০ বিলিয়ন ডলারের জলবায়ু পরিবর্তন বিলে সই করেন। যদিওবা তিনি তেলের দাম নিম্নমুখী রাখার জন্য বেশি করে তেল উত্পাদন করার জন্য ওপেকের প্রতি আহ্বান জানিয়েছেন।

সূত্র: ইত্তেফাক

captcha