IQNA

এবার মসজিদ ধ্বংস করার সিদ্ধান্তে ইহুদিবাদী ইসরাইল

20:14 - January 12, 2022
সংবাদ: 3471274
তেহরান (ইকনা): অধিকৃত জেরুজালেমে ইহুদিবাদী শাসকের পৌরসভা বুধবার ঘোষণা করেছে যে, তারা উত্তর-পূর্বে নির্মাণাধীন একটি ফিলিস্তিনি মসজিদ ভেঙে ফেলার পরিকল্পনা করছে।
ইহুদিবাদী সরকার আজকে এক বিবৃতিতে ঘোষণা করেছে: অধিকৃত জেরুজালেমের উত্তর-পূর্বে আল-ইসাবিয়াহ শহরে ফিলিস্তিনের অন্তর্গত আল-তাকওয়া মসজিদ ভেঙে ফেলার পরিকল্পনা করা হয়েছে। 
 
স্থানীয় সূত্র জানিয়েছে যে দখলদার শাসকের পৌরসভা সতর্ক করেছিল যে ৩০০  বর্গমিটার জমির উপর নির্মিত আল-তাকওয়া মসজিদটি রায় ঘোষণা হওয়ার পর ১৫ দিনের মধ্যে ভেঙে ফেলা হবে।
 
৩য় জানুয়ারি, দখলদার শাসক বাহিনী আল-ইসাবিয়াহ শহরে আক্রমণ করে এবং মসজিদের নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেয়। iqna
 

 

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
captcha