IQNA

ইসলামী বিপ্লব বিজয়ের দশ শুভ শ্বেত প্রভাত;

ইরানের হক্কানীয়াত আবারও স্পষ্ট হয়েছে

16:54 - January 31, 2022
সংবাদ: 3471364
তেহরান (ইকনা): ১১ ফেব্রুয়ারি ( ২২ বাহমান ) ইসলামী বিপ্লব বিজয়ের ৪৩ তম বার্ষিকীর প্রাক্কালে ইরানের ওপর দীর্ঘ ৪৩ বছরের মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত অনৈতিক অন্যায্য যালিমানা অমানবিক এ অবরোধ ও নিষেধাজ্ঞার চরম শোচনীয় ব্যর্থতার খবর খোদ মার্কিন যুক্তরাষ্ট্রই দিয়েছে এই গত ২৫ জানুয়ারি ২০২২ তারিখে ।

তেহরান (ইকনা): এ থেকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের হক্কানীয়াত ( হক ও সত্য হওয়া ) আবার স্পষ্ট হয়ে গেছে । কিন্তু সত্য স্পষ্ট হয়ে যাওয়ার পরেও মার্কিন যুক্তরাষ্ট্র তার এই ব্যর্থ পদ্ধতি ( অবরোধ ও নিষেধাজ্ঞা ) থেকে সরে আসবে ?

 

মার্কিন যুক্তরাষ্ট্র এ থেকে সঠিক ও উপযুক্ত শিক্ষা গ্রহণ করবে ? মনে হয়  সত্য সূর্যের মতো স্পষ্ট হওয়া সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র তার চিরাচরিত মিথ্যা বাতিল পথ ও পদ্ধতি অব্যাহত রাখবে যদিও তা ব্যর্থ ও বিফল ( নাকাম ) হতে বাধ্য ।

 

ইসলামী বিপ্লব বিজয়ের দশ শুভ শ্বেত প্রভাত ( দাহেয়ে ফাজর -ই মুবারক ) এবং ইবাদত - বন্দেগীর মাস পবিত্র রজবুল মুরাজ্জাবের শুভ আগমন এবং ১৩ রজব ইমাম আমীরুল মুমিনীন পবিত্র কাবায় জন্মগ্রহণকারী আলী ইবনে আবী তালিবের (আ.) শুভ জন্মদিন এবং ২৭ রজব মহান আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা খাতামুল আম্বিয়াই ওয়ার রুসুল সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত আহমাদ মুজতবা মুহাম্মাদ মুস্তাফার ( সা .) শুভ মাব'আস ( নুবুওয়াত ঘোষণা ) দিবস উপলক্ষ্যে সবাইকে অভিনন্দন ও মুবারক বাদ ।

ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওলায় মুসলেমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান

captcha