IQNA

ইমাম আলী (আ.)এর শানে বাংলায় অনুদিত সংগীত

4:37 - February 16, 2022
সংবাদ: 3471433
তেহরান (ইকনা): পবিত্র ১৩ রজব তথা আমিরুল মু'মিনিন হযরত আলী (আ.)'র পবিত্র জন্ম-বার্ষিকী উপলক্ষে সবাইকে জানাচ্ছি অশেষ শুভেচ্ছা ও প্রাণঢালা মুবারকবাদ।

হযরত আলী (আ.) ছিলেন বিশ্বনবী (সা.)'র পর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। তিনি ছিলেন মহানবীর (সা) পরপরই তাঁর ঘোষিত মুসলমানদের প্রধান নেতা বা উত্তরসূরি, চাচাতো ভাই এবং প্রিয়তম কন্যা খাতুনে জান্নাত হযরত ফাতিমার স্বামী ও বেহেশতি যুবকদের দুই নেতা ইমাম হাসান ও হুসাইনের পিতা।

এই মহামানবের শানে ফার্সী, আরবী, ইংরেজি, উর্দু, হিন্দি এবং বাংলা সহ বিশ্বের বিভিন্ন ভাষায় কবিতা, গজল, মানকাবাত এবং সংগীত রয়েছে।

ফার্সী থেকে বাংলায় অনুদিত " হায়দার বন্দনা" সংগীতটি নীচে তুলে ধরা হল:

 

সংগীতের নাম : সানায়ে হেইদার ( হায়দার বন্দনা )

হে ঐ  মহামানব  যার পূণ্যময় উজ্জ্বল বদন মণ্ডল পূর্ব দিগন্তে উদিত রবির ঈর্ষাস্থল

  হে বিশ্ব স্রষ্টার গৃহে জন্ম গ্রহণকারী*১

  হে জগতের জীবন প্রাণ

তোমার বদনমণ্ডলে স্রষ্টার আলোক চ্ছটা যেন জীবনেরই নয়নমণি

মানুষের ক্ষুদ্র জ্ঞানে কিভাবে সম্ভব তোমার ন্যায়পরায়ণতার মূল্যায়ন ?

হায়দারের স্তুতি সত্যেরই স্তুতি ধর্ম ও ন্যায়েরই স্তুতি

সানায়ে হেইদার সানায়ে হাক্ব্ সেতয়েশে আদল ও দ্বীন বোভাদ

 

আলী প্রেমের অনলে দগ্ধ ( ফানা ও বিলীন ) হওয়া মোদের ধর্ম নীতি

যে সূযে এশক্বাশ ফানা শোদান হামীশে ম র  অঈন বোভাদ

হাল আতায় ( পবিত্র কুরআনের সূরা - ই দাহর বা সূরা -ই ইনসান ) আছে তব প্রশংসা - স্তুতি

ব্যস তোমার জন্য যথেষ্ট এতটুকু প্রশংসা - স্তুতি

তোমার ইশক্ ( প্রেম ) মোদের দেহের জীবন - প্রাণ

তোমার ভালোবাসা মোদের হৃদয়ে গুপ্ত ধনের চেয়েও মহামূল্যবান

রণক্ষেত্রে চিরন্তন বিজয় প্রতীক তব নাম

সত্যের সৈনিকদের পাথেয় তব নাম

( আদর্শ )

মোদের সংগ্রামে এখন পুনরুজ্জীবিত খায়বর বিজয়ের স্মৃতি

বিশ্বালোকের দৃষ্টি বিস্ময়ে এখন নিবদ্ধ মোদের প্রতি

  *১ হযরত আলী ( আ: ) ১৩ রজব পবিত্র কা'বার( বাইতুল্লাহ ) অভ্যন্তরে জন্ম গ্রহণ করেন

অনুবাদ : ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওলায় মুসলেমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান

 

captcha