IQNA

রাসূলুল্লাহ হযরত মুহাম্মাদের ( সা. ) শা'নে না'ত সংগীত

14:26 - March 01, 2022
সংবাদ: 3471500
তেহরান (ইকনা): বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর আবির্ভাবের আগ পর্যন্ত আল্লাহর বিধান ভুলে গিয়ে আরবসহ সমগ্র পৃথিবীর মানুষ ছিল অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত। অত্যাচার, অনাচার, শোষণ, বর্বরতা ও মানবতা বিরোধী অপরাধে ছেয়ে গিয়েছিল তৎকালীন সমাজব্যবস্থা। মানবতার এ চরম দুর্দিনে পথহারা মানবজাতিকে সত্য, ন্যায় ও মুক্তির পথ দেখালেন হযরত মুহাম্মাদ (সা.)।

২৭শে রজব হযরত মুহাম্মাদ (সা.)-এর নবুওয়াত প্রাপ্তির দিবস। ‘নবুয়াত’ শব্দটি আরবী ‘নাবাআ’ শব্দ থেকে এসেছে। এর অর্থ হচ্ছে-সংবাদ। সে হিসেবে নবী শব্দের অর্থ সংবাদ বাহক বা সংবাদ দাতা। আল্লাহ তায়ালার পক্ষ থেকে মানব জাতির নিকট প্রয়োজনীয় খবরাখবর বা সংবাদ তথা আল্লাহর নির্দেশসমূহ পৌঁছে দেয়ার জন্য যারা সংবাদদাতার ভূমিকা পালন করেছেন, তারাই নবী।

প্রত্যেক নবী রাসূলই মানবজাতিকে তাদের বিস্মৃত দায়িত্ব কর্তব্য স্মরণ করিয়ে দিতে দুনিয়াতে আগমন করেন। তাদের এক আল্লাহর ইবাদত করতে বলেন। শিরক্-বিদআাত থেকে তাদের দূরে রাখেন। তাদের অজ্ঞতাপূর্ণ জাহিলী রসম-রেওয়াজ রহিত করেন। আল্লাহর ইচ্ছানুযায়ী জীবনযাপন করার পদ্ধতি শেখান। নির্ভূল ও সঠিক আইনের প্রচলন করে তা মেনে চলার নির্দেশ দেন।

নবী করিম (সা.)-এর নবুওয়াত প্রাপ্তি দিবস উপলক্ষে তাঁর শানে রচিত একটি না’ত সংগীত পরিবেশন করা হল:

 

পরিবেশনায় : মাহির যাইন্

রক্ব্ক্বাত্ 'আইনায়া

শওক্বান্ ওয়া লি

ত্বইবাতা যারাফাত্ 'ইশক্বান্

আমার নয়ন যুগল শ্রদ্ধা ও ভালোবাসায় কাঁদছে, তাইবার ( মদীনা শরীফ ) জন্য উতলা উদগ্রীব হয়ে কেঁদে উঠেছে

ফাআতাইতু ইলা হাবীবী ফাহ্দা' ইয়া ক্বলবু ওয়া রিক্ব্ক্বান্

অত:পর আমি এসেছি আমার হাবীবের ( প্রিয় বন্ধু হযরত মুহাম্মাদ ) কাছে; তাই হে হৃদয় ! হও শান্ত এবং আমাকে সঙ্গ দাও

সল্লি আলা মুহাম্মাদ...

( হে আল্লাহ ) হযরত মুহাম্মাদের ( স ) ওপর দরূদ পাঠান

আস-সালামু 'আলাইকা ইয়া.. ইয়া রাসূলাল্লাহ ; আস-সালামু আলাইকা হাবীবী ইয়া নাবীয়াল্লাহ্  ইয়া রাসূলাল্লাহ

আপনার ওপর সালাম হে রাসূলাল্লাহ ; আপনার ওপর সালাম আমার হাবীব হে নবীয়াল্লাহ্ ( আল্লাহর নবী ) হে রাসূলাল্লাহ

ক্বলবুন্ বিল্ হুব্বি তা'আল্লাক্ব্ ; ওয়া বি ঘরি হিরা তায়াল্লাক্ব্

হৃদয় মোর রাসূলুল্লাহর মহব্বতের বন্ধনে হয়েছে আবদ্ধ ; আর হিরা গুহায় হয়েছে তা আলোকিত

ইয়াবকী ইয়াস'আলু খলিক্বাহ্ ফাআতাহুল ওয়াহ্য়ু ফাআশরক্ব্

কেঁদে কেঁদে তিনি ( সা) স্বীয় স্রষ্টারে করলেন প্রার্থনা ও অন্বেষণ ; অত:পর এল তাঁর কাছে ওহি ; আর হলেন তিনি নূরানী ও আলোকিত

ইক্ব্ রা' ইক্ব্ রা' ইয়া মুহাম্মাদ

পড়ুন পড়ুন হে মুহাম্মাদ [২৭ রজব অর্থাৎ মাব'আস দিবসে হযরত মুহাম্মদের ( স ) ওপর প্রথম ওহি অবতীর্ণ হয় এবং জিবরাঈল (আ) তাঁকে বললেন : ইক্বরা (পড় ) ....]

আস - সালামু আলআইকা ইয়া .. ইয়া রাসূলাল্লাহ ; আস - সালামু আলাইকা হাবীবী ইয়া নাবীয়াল্লাহ্

আপনার ওপর সালাম হে রাসূলাল্লাহ ; আপনার ওপর সালাম আমার হাবীব হে নবীয়াল্লাহ্ ( আল্লাহর নবী ) হে রাসূলাল্লাহ

ইয়া ত্বইবাতু জি'তুকি সব্বান্ লিরাসূলিল্লাহি মুহিব্বান্

হে তাইবাহ্ ( মদীনা ) প্রেম ভালোবাসা নিয়ে এসেছি আমি রাসূলুল্লাহর মহববৎ সহকারে তোমার কাছে এসেছি আমি

বিরওদ্বাতি সাকানাত রূহী ওয়া জিওয়ারিল হাদী মুহাম্মাদ

মহানবীর (সা) রওযা মুবারকের ( সমাধিস্থল ) পাশে এবং হাদী (সুপথ প্রদর্শনকারী ) মুহাম্মাদের ( সা ) সান্নিধ্যে আমার আত্মা ( রূহ ) হয়েছে স্থিত ও প্রশান্ত

আস-সালামু আলাইকা ইয়া ... ইয়া রাসূলুল্লাহ ; আস-সালামু আলাইকা ইয়া হাবীবী ইয়া নাবীয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ

আপনার ওপর সালাম হে রাসূলাল্লাহ ; আপনার ওপর সালাম আমার হাবীব হে নবীয়াল্লাহ্ ( আল্লাহর নবী ) হে রাসূলাল্লাহ ( সা ) ।

অনুবাদ : ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওলায় মুসলেমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান

২৭ রজব ১৪৪৩ হি.

captcha