IQNA

বোরকা পরে আসায় পরীক্ষায় বসতে পারেননি ছাত্রী

13:53 - March 29, 2022
সংবাদ: 3471629
তেহরান (ইকনা): ভারতের কর্ণাটক রাজ্যের হাভেলি জেলায় বোরকা পরে আসায় পরীক্ষায় বসতে পারেনি এক শিক্ষার্থী। ওই শিক্ষার্থী স্কুলের পোশাক পরে আসলে তাকে পরীক্ষায় বসতে দেয় স্কুল কর্তৃপক্ষ।
এ বিষয়ে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভিকে রাজ্যের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা মোহন কুমার বলেন,ওই শিক্ষার্থী বোরকা পড়ে পরীক্ষা দিতে এসেছিল। সে স্কুলের পোশাকবিধি মানেনি। আমরা তাকে বোঝাই, উচ্চ আদালতের নির্দেশ মেনে চলতে হবে। আমাদের এমন কথার পর সে পোশাক পরিবর্তন করে। পরে সে পরীক্ষায় অংশগ্রহণ করে।
 
গত বছরের শেষে কর্ণাটকে এক কলেজে কয়েকজন ছাত্রীকে হিজাব পরে আসায় কলেজে প্রবেশ করতে দেওয়া হয়নি। এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে ওই শিক্ষার্থীরা রাজ্যের হাইকোর্টে মামলা করে। কিন্তু মামলা খারিজ করে দেয় হাইকোর্ট।
 
মামলার রায়ে কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি রিতু রাজ অবস্থী বলেন,আমাদের বিবেচিত মতামত হচ্ছে, মুসলিম নারীদের হিজাব পরা বাধ্যতামূলক ধর্মীয় অনুশাসনের অংশ নয়।
 
সরকারি আদেশকে চ্যালেঞ্জ করে দেওয়া পিটিশনগুলো খারিজ করে দিয়ে তিনি বলেন,‘ইউনিফর্মের বিষয়ে নির্দেশনা দেওয়ার ক্ষমতা সরকারের আছে।
 
তবে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর মতে, ভারতের সংবিধান নারীদের পোশাক পরিধানের অধিকার নিশ্চিত করেছে। কোন নারী কী পোশাক পরবে তা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। ডেইলি বাংলাদেশ
captcha