IQNA

জেনে নিন আগামীকাল কোন কোন দেশে ঈদুল ফিতর?

19:19 - May 01, 2022
সংবাদ: 3471792
তেহরান (ইকনা): পবিত্র রমজান মাসের শেষ রাতের সাথে মিল রেখে এবং শাওয়ালের প্রাক্কালে আফগানিস্তান, ওমান, জর্ডান এবং মরক্কোয় আজ রবিবার এবং ১৮টি দেশে আগামীকাল ঈদুল ফিতর পালিত হবে বলে ঘোষণা করেছে। 
আফগানিস্তান, ওমান, জর্ডান এবং মরক্কো গত রাতে ঘোষণা করেছে যে, শনিবার রাতে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই এসকল দেশে আজ রবিবার ঈদুল ফিতর পালিত হয়েছে।
 
এদিকে, ১৮টি আরব দেশ শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিক বিবৃতিতে ঘোষণা করেছে যে, রবিবার রমজান মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার মাধ্যমে সোমবার ঈদুল ফিতর পালিত হবে।
 
সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ইরাকের সুন্নি এনডাউমেন্ট কোর্ট, কাতার, লিবিয়া, সুদান, বাহরাইন, সিরিয়া, ফিলিস্তিন, লেবানন এবং তুরস্ক এবং আলজেরিয়া রবিবার রমজানের শেষ দিন এবং সোমবার ঈদুল ফিতর ঘোষণা করেছে।
 
ফিলিপাইন, থাইল্যান্ড, ভারত এবং ক্যানারি দ্বীপপুঞ্জও ঘোষণা করেছে, রবিবার রমজানের শেষ দিন হবে এবং শাওয়াল মাসের চাঁদ না দেখার কারণে সোমবার ঈদুল ফিতর হবে।
 
প্রতিবেদনে বলা হয়েছে, মৌরিতানিয়া, জিবুতি, তিউনিসিয়া, সোমালিয়া এবং ইরাকের শিয়া ওয়াকফ কোর্ট এখনও শাওয়ালের মাসের চাঁদ দেখা এবং ঈদুল ফিতর সম্পর্কে কোনো বিবৃতি জারি করেনি।
 
এদিকে ইরান এবং বাংলাদেশেও রবিবার কোথাও চাঁদ দেখা যায়নি। ফলে এই দুই দেশেও ৩০ রোজা পূর্ণ হয়ে মঙ্গলবার ঈদ পালিত হবে। iqna
 

 

captcha