IQNA

প্রবাসীদের মক্কায় প্রবেশে লাগবে অনুমতি

20:32 - May 28, 2022
সংবাদ: 3471911
তেহরান (ইকনা): পবিত্র নগরী মক্কা ও মদিনায় শুরু হয়েছে আসন্ন হজের প্রস্তুতি। এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার থেকে মক্কা নগরীর বিশেষ অঞ্চলে (হেরেম) প্রবাসীদের প্রবেশের ওপর বিশেষ বিধি-নিষেধ আরোপ করেছে সৌদি আরবের গণনিরাপত্তা বিভাগ।

প্রবাসীদের মক্কায় প্রবেশে লাগবে অনুমতি

গণনিরাপত্তা বিভাগের পক্ষ থেকে বলা হয়, মক্কা নগরীর বিশেষ অঞ্চলে প্রবেশের জন্য নিম্নোক্ত নথিগুলোর যেকোনো একটির প্রয়োজন হবে। তাহলো—১. যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক কাজের অনুমতিপত্র, ২. অবস্থানের অনুমতিপত্র (ইকামা), ৩. ওমরাহর অনুমতিপত্র বা ৪. হজের অনুমতিপত্র।
 
এই বছরের হজযাত্রীদের প্রবিধান হিসেবে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন গণনিরাপত্তা বিভাগের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সামি আল শুয়াইরিখ।   তিনি বলেন, এই নির্দেশনা অনুসারে প্রবাসীদের মধ্যে যাদের অনুমোদন থাকবে শুধু তারাই বৃহস্পতিবার (২৬ মে) থেকে মক্কায় প্রবেশ করতে পারবেন। এমনকি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে যানবাহন ও স্থানীয় বাসিন্দাদেরও ফিরিয়ে দেওয়া হবে।  
 
হজ ও ওমরাহ পরিষেবা বিশেষজ্ঞ আহমেদ সালেহ আল হালাবি বলেন, পবিত্র স্থানগুলোতে কয়েক বছর ধরে প্রবেশ নিরীক্ষণের পর এসব নির্দেশনা তৈরি করা হয়েছে। মূলত এর মাধ্যমে মক্কার বৈধ বাসিন্দাদের নিরাপদ প্রবেশের ব্যবস্থা করা হবে। তাদের চলাচল বন্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাদের অনুমোদন নেই বা ছুটি নিয়ে মক্কায় কাজের উদ্দেশ্যে যেতে চান বা মক্কায় আত্মীয়-স্বজন-বন্ধুদের সঙ্গে থাকতে চান এবং পবিত্র স্থানগুলোতে গিয়ে হজ পালনের চেষ্টা করেন। ফলে তারা ফুটপাতে বা এখানে-সেখানে ঘুমায়, যা পরিবেশ এবং সাধারণ পরিচ্ছন্নতার ওপর প্রভাব ফেলে। চাঁদ দেখাসাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবারের হজে অংশ নিতে সব দেশের জনসংখ্যার ভিত্তিতে সংখ্যা নির্ধারণ করে দিয়েছে সৌদি আরব। সবচেয়ে বেশিসংখ্যক হাজযাত্রী অংশ নেবেন ইন্দোনেশিয়া থেকে। দেশটি থেকে এক লাখ ৫১ জন অংশ নেবেন। পাকিস্তান থেকে ৮১ হাজার ১৩২, ভারত থেকে ৭৯ হাজার ২৩৭ এবং বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজে অংশ নেবেন।  iqna
captcha