IQNA

ওমরাহ পালন করতে লাগবে না এজেন্সি

15:55 - June 04, 2022
সংবাদ: 3471943
তেহরান (ইকনা): সৌদি আরবের বাইরে থেকে কেউ ওমরাহ পালন করতে চাইলে এখন থেকে লাগবে না এজেন্সি, বরং ব্যক্তিগতভাবেই ওমরাহর জন্য ভিসার আবেদন করা যাবে।
এ ছাড়া ২৪ ঘণ্টায় মিলবে ওমরাহর ভিসা এবং ভিসার মেয়াদ হবে তিন মাস। সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তাওফিক আল-রাবিয়াহ গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। সৌদি যুবরাজ ঘোষিত ‘ভিশন ২০৩০’-এর অংশ হিসেবে সৌদি আরব হজ ও ওমরাহ পালনকে সহজ করার যে উদ্যোগ নিয়েছে তারই অংশ হিসেবে নতুন এই ঘোষণা এলো।
 
ড. তাওফিক জানান, এ বছর ১০ লাখ মুসল্লি হজ পালন করবেন। এর মধ্যে আট লাখ ৫০ হাজার বিদেশি এবং এক লাখ ৫০ হাজার দেশি। গতকাল ৩ জুন শুক্রবার থেকে স্থানীয় মুসল্লিদের হজের আবেদন শুরু হয়েছে, যা আগামী ১১ জুন পর্যন্ত চলবে। তিনি আরো বলেন, আসন্ন হজের প্রস্তুতি এরই মধ্যে শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো এই লক্ষ্যে একযোগে কাজ করে যাচ্ছে। এ বছর থেকে ‘হজ স্মার্ট কার্ড’-এর ব্যবহার শুরু হবে।
 
সূত্র : সৌদি গেজেট
captcha