ইন্দোনেশিয়ার পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২১ সালে মুসলিম পোশাক রপ্তানিতে ইন্দোনেশিয়ার অবস্থান ১৩তম। যার আর্থিক মূল্য ৪.৬৮ বিলিয়ন মার্কিন ডলার। এটা ২০২০ সালের তুলনায় ১২.৪৯ শতাংশ বেশি। ২০২০ সালে ইন্দোনেশিয়া ৪.১৬ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের মুসলিম পোশাক রপ্তানি করেছিল। চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত ইন্দোনেশিয়া ২.৩৫ বিলিয়ন ডলারের মুসলিম পোশাক রপ্তানি করেছে। যা ২০২০ সালের একই সময়ের তুলনায় ৪১.৪২ শতাংশ বেশি।
মন্ত্রী জুলকিফলি হাসান বলেন, ‘ইন্দোনেশিয়ার স্থানীয় মুসলিম ফ্যাশন পণ্যগুলো খুবই উন্নতমানের। যার অনেক সম্ভাবনা আছে এবং অন্যান্য দেশের মুসলিম ফ্যাশন ও শালীন পোশাকের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম। ’
তিনি মনে করেন, ইন্দোনেশিয়ার সাধারণ মানুষের ফ্যাশনসচেতনতা ক্রমেই দৃশ্যমান হচ্ছে। যা দক্ষিণ জাকার্তার দুকুহ আতাশে অনুষ্ঠিত সিটিয়াম ফ্যাশন উইকে প্রত্যক্ষ করা গেছে। তিনি আশা করেন, শালীন পোশাক সপ্তাহ দেশের মুসলিম ফ্যাশনশিল্পকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে। ইন্দোনেশিয়া সরকার বিদেশে থাকা তাদের ৪৬টি বাণিজ্য প্রতিনিধি অফিসকে ইন্দোনেশিয়ার মুসলিম পোশাকের জনপ্রিয়তা বৃদ্ধি এবং বার্ষিক ফ্যাশন শো আয়োজনে উৎসাহিত করার পরিকল্পনা নিয়েছে।
সূত্র : টেমপো ডটকম (ইংরেজি)