IQNA

মাদক মামলায় রায়

কারাভোগের পরিবর্তে নামাজ পড়তে হবে এক বছর

0:02 - August 31, 2022
সংবাদ: 3472381
তেহরান (ইকনা): কারাবাসের পরিবর্তে পূর্ণ এক বছর পাঁচ ওয়াক্ত নামাজ আদায় এবং এতিমখানায় কোরআন প্রদানের শর্তে প্রবেশনে দুই আসামিকে মুক্তি দিয়েছেন আদালত।
আসামিদ্বয় মাদক মামলায় আটক হয়েছিলেন। গত সোমবার (২৯ আগস্ট) দুপুরে অভিযোগ গঠনের সময় এই আদেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম। দণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ হোসেন (৪২) ও আবদুর রহিম (৩০) আদালতের নির্দেশ মান্য করার প্রতিশ্রুতি দিয়েছে।
 
এর আগে এক শিল্পীকে কারাদণ্ডের পরিবর্তে বিনা বেতনে গান শেখানোর নির্দেশনা দিয়েছিলেন একই আদালত।
এই দুই আসামি এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার হন চট্টগ্রামের বন্দর থানা পুলিশের হাতে। মামলার চার্জ গঠনের দিন সোমবার আদালতে ঘটনার বিস্তারিত বর্ণনা দেন আসামিরা। অন্যদিকে তাদের বিরুদ্ধে আগে কোনো মামলা না থাকায় ব্যতিক্রমী এমন সাজা প্রদান করেন বিচারক। মামলায় এক বছরের কারাবাসের পরিবর্তে পূর্ণ এক বছর পাঁচ ওয়াক্ত নামাজ আদায় এবং এতিমখানায় বাংলা অনুবাদসহ দুটি কোরআন প্রদানের নির্দেশ দেওয়া হয়। সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হাদ চৌধুরী রনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
captcha