IQNA

সুদানে জাতিগত সংঘর্ষে নিহত কমপক্ষে ২২০

0:12 - October 24, 2022
সংবাদ: 3472701
তেহরান (ইকনা): আফ্রিকার দেশ সুদানের দক্ষিণাঞ্চলে দুই দিনের জাতিগত লড়াইয়ে কমপক্ষে ২২০ জন নিহত হয়েছে। একজন ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তা রবিবার এ তথ্য জানিয়ে বলেছেন, দেশটিতে সাম্প্রতিক বছরগুলোতে হওয়া জাতিগত সহিংসতার সবচেয়ে মারাত্মক লড়াইয়ের মধ্যে এটি একটি। সংঘাত ও রাজনৈতিক বিশৃঙ্খলায় নিমজ্জিত আফ্রিকান জাতির মাঝে এ অস্থিরতা আরো দুর্দশা যোগ করেছে।
ইথিওপিয়া ও দক্ষিণ সুদানের সীমান্তবর্তী ব্লু নাইল প্রদেশে হাউসা ও বার্টা জনগোষ্ঠীর সদস্যদের মধ্যে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে চলতি মাসের প্রথম দিকে এ লড়াই শুরু হয়।
 
ব্লু নাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ফাথ আররহমান বাখেইতের মতে, ইথিওপিয়ার সীমান্তবর্তী ওয়াদ এল-মাহি শহরে বুধ ও বৃহস্পতিবার উত্তেজনা বৃদ্ধি পায়।
 
আররহমান দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, কর্মকর্তারা শনিবার রাত পর্যন্ত কমপক্ষে ২২০ জন নিহত হওয়ার খোঁজ পেয়েছেন। এ সংখ্যা অনেক বেশি হতে পারে। কারণ মেডিক্যাল দলগুলো এখনো লড়াইয়ের কেন্দ্রস্থলে পৌঁছতে পারেনি।  
 
তিনি আরো জানান, প্রথম দলটি পরিস্থিতি মূল্যায়ন করার চেষ্টা করতে শনিবার গভীর রাতে ওয়াস এল-মাহিতে পৌঁছয়। তারা ‘বিপুলসংখ্যক মৃতদেহ’ এবং অনেক আহত ব্যক্তির খোঁজ পায়।
 
আররহমান বলেন, ‘এ ধরনের সংঘর্ষে সবাই হেরে যায়। আমরা আশা করি এটি শীঘ্রই শেষ হবে এবং আর কখনো হবে না। কিন্তু সে লক্ষ্য অর্জনের জন্য আমাদের শক্তিশালী রাজনৈতিক, নিরাপত্তা ও নাগরিক হস্তক্ষেপ প্রয়োজন। ’
 
কর্তৃপক্ষ ওয়াদ এল-মাহি এলাকায় রাতের বেলা কারফিউ জারি করেছে এবং সেনা মোতায়েন করেছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সুনা অনুসারে, সংঘর্ষের তদন্তের জন্য একটি ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটিও গঠন করা হয়েছে।
 
সূত্র : দ্য নিউ আরব

 

captcha