IQNA

নাজাবা’র প্রকাশিত

ভিডিও | মস্তকহীন শিশুদের জন্য জল্লাদের কান্না

9:14 - November 01, 2023
সংবাদ: 3474588
তেহরান (ইকনা): তেহরানাস্থ ইরাকি ইসলামিক রেজিস্ট্যান্স মুভমেন্ট অব (নাজবা) মিডিয়া অফিস থেকে প্রকাশিত এই ভিডিওতে ইসরাইলি শিশুদের জন্য আমেরিকান ও ইসরাইলের নেতাদের মিথ্যা অনুশোচনার একটি অংশ তুলে ধরা হয়েছে; অথচ আমেরিকার পৃষ্ঠপোষকতায় ইসরাইলি সেনারা গাজার শিশুদের নির্মম ভাবে জবাই করছে...

গাজার বিরুদ্ধে ইসরাইলি সামরিক বাহিনী কর্তৃক পরিচালিত যুদ্ধে বেসামরিক নাগরিকদের নিরলস ও সীমাহীন হত্যার প্রধান শিকার হচ্ছে শিশু ও নারী, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে গাজায় শিশুদের পরিস্থিতি ভয়াবহ এবং শিশু নিহতের সংখ্যাকে ট্র্যাজেডি বলে অভিহিত করেছে ইউনিসেফ।

তেহরানে ইরাকি ইসলামিক রেজিস্ট্যান্স মুভমেন্ট (নাজবা) এর মিডিয়া অফিস থেকে প্রকাশিত এই ভিডিওতে, ইসরাইলি শিশুদের জন্য আমেরিকান এবং ইসরাইলি নেতাদের মিথ্যা শোকের দৃশ্য দেখা গিয়েছে; অথচ আমেরিকার পৃষ্ঠপোষকতায় ইসরাইলি সেনারা গাজার শিশুদের নির্মম ভাবে জবাই করছে...

 

captcha