
গাজায় হাসপাতালে বোমা বর্ষণের ফলে হাসপাতাল ধ্বংস হয়ে গিয়েছে। এতে অনেক নিরীহ অসুস্থ মানুষ নিহত হয়েছে। এই বর্বরোচিত ঘটনার ফলে বিশ্বের সকলকে মর্মহত করেছে।
এক যায়নবাদী ইহুদী খাখাম ( ইহুদী ধর্মীয় পণ্ডিত বা আলেম ) নেতানিয়াহুর কাছে ধর্মীয় ফতোয়া দিয়ে লিখেছে : গাযার হাসপাতাল গুলোয় বোমাবর্ষণ করা জায়েয ( বৈধ ) । কারণ , সেগুলোয় হামাসের যোদ্ধারা লুকিয়ে থাকতে পারে !!
( সূত্র: ইরান টিভি চ্যানেল ১ এর রাত ৯ টার খবর । ২-১১-২০২৩ )
ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান