IQNA

গুনাহ পরিচিতি / ৫

গুনাহ চেনার উপায়      

14:22 - November 08, 2023
সংবাদ: 3474628
তেরহান (ইকনা): পবিত্র কুরআনে আঠারোটি দলকে বিভিন্ন গুনাহের জন্য অভিশাপ দেওয়া হয়েছে এবং এই দলগুলোর কাজের প্রতি দৃষ্টি স্থাপন করলে গুনাহের প্রকারভেদ আমরা দেখতে পাবো।

«لعن»  (লায়ান)"অভিশাপ" এর অর্থ মূলত প্রত্যাখ্যান এবং করুণা থেকে দূরত্ব, রাগ এবং ক্রোধের সাথে মিশ্রিত, যদিও আল্লাহর করুণার মধ্যে সবকিছু অন্তর্ভুক্ত রয়েছে;

«وَ رَحمَتى وَسعَت كُلّ شَیى»

‘আমি যাকে ইচ্ছা তার প্রতি নিজ শাস্তি পৌঁছিয়ে থাকি এবং আমার অনুগ্রহ সকল বস্তুকে পরিবেষ্টন করে আছে;

সূরা আ’রাফ, আয়াত: ১৫৬

কিন্তু ভুল পছন্দের কারণে মানুষ এমন এক জায়গায় পৌঁছে যায় যেখানে সে আল্লাহর রহমতের সাগরে একটি বদ্ধ বলের মতো, কিন্তু সে রহমতের পানির এক ফোঁটাও গ্রহণ করে না।

কুরআনে লানতপ্রপ্তগণ

কাফের ও মুশরিক, একগুঁয়ে ইহুদী, মুরতাদ, ধূর্ত আইন ভঙ্গকারী, অঙ্গীকার ভঙ্গকারী, সত্য গোপনকারী, পৃথিবীতে দুর্নীতির কারণে কুফরের নেতা, বহু মুখী মুনাফিক, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর পরিবারের উপর অত্যাচারকারী, অত্যাচারী, খুনি, ইবলিস, সতী নারীদের অপবাদ ও নিন্দাকারী। সত্য নেতাদের বিরোধীকারী, গুজব ছড়ানো মিথ্যাবাদী, অপবিত্র হৃদয় ও মিথ্যাবাদী।

হাদীসে লানতপ্রপ্তগণ

যে ব্যক্তি পবিত্র গ্রন্থ কুরআনে পরিবর্তন ঘটায়।

যে ঐশ্বরিক পূর্বনির্ধারণকে গ্রহণ করে না।

যে ব্যক্তি নবীর (আ.) পরিবারকে অসম্মান করে।

যে যোদ্ধাদের ন্যায্য অংশ ভক্ষণ করে।

যে ব্যক্তি মানুষকে ভালো কাজের দাওয়াত দেয়, কিন্তু সে নিজে তা পরিত্যাগ করে, অথবা অন্যকে পাপ ও শাস্তি থেকে বিরত রাখে, কিন্তু সে নিজেই তা করে।

  • আয়াতুল্লাহ মোহসেন কারায়াতির লেখা "গুনাহ পরিচিতি" বই থেকে সংগৃহিত
ট্যাগ্সসমূহ: গুনাহ ، পরিচিতি ، কুরআন ، শাস্তি
captcha