IQNA

গাজায় শহীদের সংখ্যা বেড়ে ২০ হাজারে পৌঁছালো

23:27 - December 22, 2023
সংবাদ: 3474819
ইকনা: গাজা উপত্যকায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, এই এলাকায় ইহুদিবাদী শাসকের হামলায় শহীদের সংখ্যা ২০ হাজারে পৌঁছেছে।
গাজায় শহীদের সংখ্যা বেড়ে ২০ হাজারে পৌঁছালোফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ আগ্রাসন, গণহত্যা এবং নারকীয় তাণ্ডবে বেসামরিক নাগরিক শহীদের সংখ্যা ২০ হাজারে পৌঁছেছে। এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।
 
এর পাশাপাশি ৫৫ হাজার মানুষ আহত হয়েছে যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজন এবং অনেকে আজীবনের জন্য পঙ্গু হয়ে গেছে। এছাড়া এখনো কয়েক হাজার মানুষ গণনার বাইরে রয়েছে। ইসরাইলি বর্বরতায় এ পর্যন্ত অভ্যন্তরীণভাবে উদ্বাস্তু হয়েছে গাজার শতকরা ৯০ ভাগ মানুষ।
 
গত ৭ অক্টোবর গাজার ইসলামি প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের ভিতরে আল-আকসা তুফান অভিযান চালায়। এরপর দখলদার ইসরাইল অত্যন্ত বেপরোয়াভাবে গাজা উপত্যকায় নিষ্ঠুর হত্যাকাণ্ড চালাচ্ছে। এছাড়া আড়াই মাসের বেশি সময় ধরে ইহুদিবাদীরা গাজার হাজার হাজার আবাসিক ভবন, হাসপাতাল, স্কুল, মসজিদ ও গির্জায় লাগাতার বোমা হামলা চালিয়েছে।
captcha