IQNA

গাজায় শত্রুদের কোনো লক্ষ্যই অর্জিত হয়নি

11:51 - July 11, 2024
সংবাদ: 3475719
ইকনা: লেবাননের হিজবুল্লাহর মহাসচিব বলেছেন: আজ কটি চুক্তিতে পৌঁছে ক্ষমতায় থাকা নিশ্চিত করতে নেতানিয়াহু, বেন গুয়েরে এবং স্মোট্রিচ তাদের নিজস্ব স্বার্থের জন্য লড়াই করছেন এবং এতে। শত্রু শাসনের মধ্যে পরাজয় এই পর্যায়ের শিরোনাম, কারণ গাজায় শত্রুর কোনো লক্ষ্যই অর্জিত হয়নি।
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষেত্রে ভয় কী জিনিস তা জানে না হিজবুল্লাহ যোদ্ধারা। তিনি আরো বলেছেন, ইসরাইলের সাথে সম্ভাব্য যুদ্ধ নিয়ে হিজবুল্লাহ নির্ভীক অবস্থানে রয়েছে। 
 
দখলদার ইসরাইল লেবাননের বিরুদ্ধে যদি আগ্রাসন শুরু করে তাহলে হিজবুল্লাহ যোদ্ধারা কঠোর জবাব দেবে বলেও তিনি অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, ইসরাইলের ৩০ কিলোমিটার অভ্যন্তরে ঢুকে হিজবুল্লাহ যোদ্ধারা দখলদারদের বিভিন্ন স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে অভিযান চালিয়েছে। এর বিপরীতে শত্রুদের অভিযান খুবই সীমিত পর্যায়ে রয়েছে। ফলে ইসরাইলের সাথে যুদ্ধের ব্যাপারে হিজবুল্লাহর ভেতরে কোনো ভয়ভীতি নেই। হিজবুল্লাহর শীর্ষ পর্যায়ের কমান্ডার শহীদ মোহাম্মদ নিয়ামেহ নাসেরের স্মরণসভায় গতকাল (বুধবার) হাসান নাসরুল্লাহ এসব কথা বলেন।
 
ইসরাইলের যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের যুদ্ধ-হুমকি সম্পর্কে হাসান নাসরুল্লাহ বলেন, “আমরা তার বক্তব্য শুনেছি। আমরা তাদেরকে বলবো, শত্রুরা যদি দক্ষিণ লেবাননে হামলা চালায় তাহলে আমরা আমাদের মাতৃভূমিকে রক্ষা করব এবং শত্রুর আগ্রাসন বরদাস্ত করবো না।” 
 
এ সময় তিনি উত্তর ইসরাইলে দখলদার সেনাদের বিরুদ্ধে হিজবুল্লাহর নিয়মিত অভিযানের কথা উল্লেখ করেন। তিনি বলেন, প্রায় প্রতিদিন হিজবুল্লাহ যোদ্ধারা দখলদারদের বিরুদ্ধে হামলা চালিয়ে তাদের গাজা অভিযানে বিঘ্ন সৃষ্টি করতে সক্ষম হয়েছে। হিজবুল্লাহর ভূমিকার কারণে ইসরাইলি সেনারা গাজা উপত্যকায় পূর্ণ মনোনিবেশ দিতে পারেনি এবং উত্তর ইসরাইলে সেনা মোতায়েন জোরদার করতে বাধ্য হয়েছে।
captcha