IQNA

আল-আকসা মসজিদ ধ্বংস করতে চায় ইহুদিবাদী শাসকগোষ্ঠী

9:46 - September 15, 2024
সংবাদ: 3476028
ইকনা- ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকীর প্রাক্কালে এক ভাষণে গুরুত্বারোপ করে বলেছেন: ইহুদিবাদীরা আল-আকসা মসজিদ ধ্বংস করতে চায়।

শনিবার বিকেলে ইয়েমেনের রাজধানী সানা থেকে সম্প্রচারিত একটি টেলিভিশন বক্তৃতায় আব্দুল মালিক আল-হুথি একথা বলেন। 
ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা সাইয়্যেদ আব্দুল মালিক আল-হুথি নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকীর প্রাক্কালে বলেছেন: ইসলামী উম্মাহ বিভিন্নভাবে শত্রুদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এবং একটি স্বাধীন উম্মাহ হিসেবে এর অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে।
তিনি বলেন: পবিত্র কুরআন উম্মাহকে দুটি সমন্বিত ফ্রন্ট অর্থাৎ কুফর ও মুনাফিকির সম্মুখভাগের বিপদ সম্পর্কে যথেষ্ট জ্ঞান দিয়েছে।
আনসারুল্লাহর নেতা উল্লেখ করেছেন যে জিহাদই কাফের ও মুনাফিকদের থামাতে এবং তাদের চক্রান্তকে পরাস্ত করার একমাত্র উপায়। সর্বশক্তিমান আল্লাহর পথে লড়াই করার নির্দেশ নবীর মিশন এবং তাঁর ধর্মীয় বাধ্যবাধকতার একটি অংশ হিসাবে এই বিষয়টির গুরুত্ব দেখায়।

তিনি জোর দিয়ে বলেছেন: সর্বশক্তিমান আল্লাহর নির্দেশ অনুসরণ করা ছাড়া ইসলামী উম্মাহর কোনো পরিত্রাণ ও মুক্তি নেই, যার মধ্যে রয়েছে সঠিক কুরআনের ধারণার ওপর ভিত্তি করে জিহাদ করা এবং আল্লাহর রাসূল (সা.) ও তাঁর জিহাদের পথ থেকে উপকৃত হওয়া।

ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলনের প্রধান গাজা উপত্যকার খান ইউনুস শহরের কাছে একটি তাঁবু ছাউনিতে ইহুদিবাদী ইসরাইলের মারাত্মক আগ্রাসনের নিন্দা করে বলেছেন, দখলদার ইহুদিবাদীরা মার্কিন নির্মিত প্রাণঘাতী যুদ্ধাস্ত্র দিয়ে উদ্বাস্তু ফিলিস্তিনিদের লক্ষ্যবস্তু করে চলেছে।

তিনি বলেন, “ইসরাইলি শত্রুদের হাতে ফিলিস্তিনিদের প্রতিদিনের গণহত্যার পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনি মুসলমানরা শোচনীয় অবস্থায় পৌঁছেছে। ইহুদিবাদীরা তাঁবুর ছাউনি এবং মার্কিন তৈরি ভারী বোমা দিয়ে নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষিত এলাকাগুলোতে বাস্তুচ্যুত লোকদের ওপর হামলা চালাচ্ছে।

তিনি বলেন, ইহুদিবাদী শত্রুরা কঠোর অবরোধ আরোপ করেছে এবং গাজাবাসীর বিরুদ্ধে দুর্ভিক্ষ চাপিয়ে দিয়েছে। তারা ফিলিস্তিনি বন্দীদের নির্যাতন করছে এবং সব ধরনের অপরাধমূলক, বর্বর ও নৃশংস কর্মকাণ্ড চালাচ্ছে।  

আনসারুল্লাহ প্রধান বলেন, “চরমপন্থী ইহুদিদের প্রাথমিক এবং প্রকাশিত লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে আল-আকসা মসজিদ ধ্বংস করা। কট্টরপন্থীরা এই সত্যটি ভাল করেই জানে যে, এ ধরনের পরিকল্পনার দ্রুত বাস্তবায়ন অত্যন্ত বিপজ্জনক হবে কারণ এটি বিশ্বব্যাপী সমস্ত মুসলমানের অনুভূতিকে আঘাত করবে। তাই তারা এটা করার জন্য ক্ষেত্র প্রস্তুত করছে।” 

তিনি গাজায় চলমান ইসরাইলি গণহত্যার মুখে আরব সরকারগুলোর নিষ্ক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করে বলেন, কোন কিছুই ফিলিস্তিনিদের সমর্থনে একটি নির্দিষ্ট এবং সাধারণ অবস্থান গ্রহণ করতে তাদেরকে উৎসাহিত করতে পারেনি।
তিনি স্পষ্ট করে বলেছেন: আমেরিকানরা ইসরাইলিদের মতো অপরাধী এবং সব ফ্রন্টে এবং লক্ষ্যবস্তু দেশগুলোর অধিকাংশই শিশু ও নারী।
সাইয়েদ আব্দুল মালিক আল-হুথি আরও জোর দিয়েছিলেন: গত সপ্তাহে, আল্লাহর সাহায্যে, বিমান প্রতিরক্ষা দুটি এমকিউ 9 ড্রোন গুলি করতে সক্ষম হয়েছিল এবং আমেরিকান এবং পশ্চিমা সামরিক ও বেসামরিক নেতাদের বিবৃতি অনুসারে, প্রচুর সংখ্যক ইয়েমেনে আমেরিকান ড্রোন ভূপাতিত করা হয়েছে।

captcha