IQNA

ইস্তাম্বুলে ইয়াহিয়া আল-সানওয়ারের গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত

10:31 - October 21, 2024
সংবাদ: 3476222
ইকনা- ইস্তাম্বুলে কয়েক ডজন মানবাধিকার কর্মী হামাসের রাজনৈতিক কার্যালয়ের প্রয়াত প্রধান ইয়াহিয়া আল-সানওয়ারের গায়েবানা জানাজা নামাজ আদায় করেছে এবং এই উদ্দেশ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে ইহুদিবাদী সরকারের অপরাধের নিন্দা জানানো হয়েছে।
ইস্তাম্বুলে একদল মানবাধিকার কর্মী বাসাকসেহিরের কেন্দ্রে হামাসের রাজনৈতিক কার্যালয়ের প্রয়াত প্রধান ইয়াহিয়া আল-সানওয়ারের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয় এবং তারপরে ইহুদিবাদী শাসকদের দ্বারা নির্যাতিত ফিলিস্তিনি জনগণের হত্যার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে।
ফিলিস্তিনের মুসলিম স্কলারদের বিশ্ব ইউনিয়নের প্রধান মারওয়ান আবুরাস এই অনুষ্ঠানে তার বক্তৃতায় বলেন: সানওয়ার সর্বদা যুদ্ধক্ষেত্রে শহীদ হতে চেয়েছিলেন এবং সম্মুখ যুদ্ধে শহীদ হন।
তিনি বলেন যে, ইহুদিবাদী শাসক নাৎসিদের মত আচরণ করেছে এবং পশ্চিমা এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ভূমিতে নিয়ে এসেছে। এখন, সমগ্র বিশ্বের চোখের সামনে ফিলিস্তিন ও গাজায় ব্যাপক ভাবে গণহত্যা সংঘটিত হচ্ছে। পশ্চিমারা তাদের শক্তি দিয়ে ইসরাইলকে সমর্থন করে। আমরা যুদ্ধ চালিয়ে যাব এবং আমাদের ভূমি থেকে জায়নবাদীদের তাড়িয়ে দেব। 4243449#
 
 
 
captcha