IQNA

ইরানে ৪১তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শেষ 

15:09 - February 01, 2025
সংবাদ: 3476786
ইকনা- ইসলামী প্রজাতন্ত্র ইরানের ৪১তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা পুরস্কার প্রদানের মধ্য দিয়ে শেষ হয়েছে।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের ৪১তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায় মাশহাদ শহরের আয়োজক ২৬শে জানুয়ারিতে শুরু হয় এবং ৩১শে জানুয়ারিতে শুক্রবার শেষ হয়। অভ্যন্তরীণ ও বহিরাগত বিচারকদের উপস্থিতিতে এই প্রতিযোগিতা দুটি বিভাগে অনুষ্ঠিত হয়েছে, নারী এবং পুরুষ এবং তেলাওয়তে তাহকীক, তারতিল এবং হেফজ ক্ষেত্রে অনুষ্ঠিত হয়েছে।
 
 
 
captcha