IQNA

গাজায় শহীদ সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৩২ জনে পৌঁছেছে

20:15 - July 25, 2025
সংবাদ: 3477759
ইকনা- গাজা সরকারের মিডিয়া সেন্টার জানিয়েছে যে ৭ অক্টোবর ২০২৩ সালে গাজা যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত এই অঞ্চলে শহীদ হওয়া সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৩২ জন হয়েছে।
আলজাজিরার বরাত দিয়ে ইকনা জানিয়েছে, সাংবাদিক আদম আবু হেরবীদ শহীদ হওয়ার পর এই তথ্য প্রকাশ করে গাজার মিডিয়া সেন্টার।
গাজা অঞ্চলের ফিলিস্তিনি সরকারের মিডিয়া সেন্টার এক বিবৃতিতে ইসরায়েলি দখলদার শাসকগোষ্ঠীর হাতে ফিলিস্তিনি সাংবাদিকদের টার্গেট করে হত্যা ও পরিকল্পিত সন্ত্রাসের তীব্র নিন্দা জানিয়েছে।
বিবৃতিতে আন্তর্জাতিক সাংবাদিক ইউনিয়ন, আরব সাংবাদিক ইউনিয়ন এবং বিশ্বব্যাপী সকল গণমাধ্যম সংস্থাগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা ফিলিস্তিনি সাংবাদিক ও মিডিয়া কর্মীদের বিরুদ্ধে সংগঠিত এই অপরাধগুলোর নিন্দা জানায়।
এই কেন্দ্রটি ইসরায়েলি দখলদার সরকার, মার্কিন যুক্তরাষ্ট্র এবং এই গণহত্যায় অংশগ্রহণকারী দেশগুলোকে — যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স — এই ভয়াবহ ও পৈশাচিক অপরাধের সম্পূর্ণ দায়ভার বহনের জন্য দায়ী করেছে।
এছাড়াও, আন্তর্জাতিক সম্প্রদায়, আন্তর্জাতিক সংস্থা ও মিডিয়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানানো হয়েছে যাতে তারা ইসরায়েলি অপরাধের বিরুদ্ধে অবস্থান নেয় এবং তাদেরকে আন্তর্জাতিক আদালতে বিচারের আওতায় আনার পদক্ষেপ নেয়।
মিডিয়া সেন্টারটি আরও আহ্বান জানিয়েছে যে, গণহত্যা বন্ধে কার্যকর ও কঠোর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে এবং গাজার সাংবাদিক ও মিডিয়া কর্মীদের রক্ষা করতে হবে, তাদের বিরুদ্ধে হত্যাকাণ্ড ও টার্গেট হামলা রোধ করতে হবে।
উল্লেখ্য, গতরাতে গাজা শহরের কেন্দ্রে অবস্থিত আশ্রয়প্রার্থীদের তাঁবুতে ইসরায়েলি হামলার সময় সাংবাদিক আদম আবু হেরবীদ শহীদ হন এবং তার স্ত্রী ও সন্তানরা আহত হন। 4296184#
 
captcha